হঠাৎ_তুমি ||Heart touched Bangla story
Автор: Bangla Golpo Kahini
Загружено: 2025-09-04
Просмотров: 6644
আজ আমার বিয়ে হয়েছে। একটা এমন মানুষের সাথে। যাকে আমি শুধু একদিনই দেখেছিলাম। আর সেই দেখাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, বুঝতে পারিনি। আজ আমার বিয়ে হবার কথা ছিলো, যার সাথে সেই ছেলে,একজন ডক্টর। আর আমাদের বিয়েটা ফ্যামিলির সবাই মিলেই ঠিক করেছিল। প্রায় ২ সপ্তাহ আগে। আর আজ আমাদের বিয়ে হবার কথা ছিলো। কিন্তু যখন কবুল বলবো তখনই একজন লোক এসে বলে উঠলেন।অচেনা ব্যক্তি : এই বিয়া হইবো না। এই মাইয়ার তো স্বামী আছে। লোকটার কথা শুনে সবাই চমকে উঠে পিছু ফিরে তাকালো। সবার সাথে আমিও তাকালাম। বাট চেনা চেনা লাগছে কিন্তু মনে হচ্ছে না কোথায় দেখেছি লোকটাকে। লোকটাকে উদ্দেশ্য করে, আমার হবু শশুড় জিজ্ঞাসা করে উঠলেন।
গল্প #হঠাৎ_তুমি
Writer : Prokriti Chowdhury
.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: