Avash (Avash) Guitar Playthrough with Chords
Автор: Jay Uddin
Загружено: 2025-10-12
Просмотров: 56
Avash by Avash
Standard Tuning
66 Bpm
4/4
Band Members
Tanzir Tuhin - Voice
Raajue Sheikh - Bass
Monjurul Islam Sumon - Guitar
Rinku Imam - Drums
Shawon Kaium - Keys
Lyric : Mehedi Hasan Nihon & Avash
Tune : Shawon Kaium & Avash
Music Arrangement & Composition : Avash
Lyrics:
কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে ,বোঝেনা তবু এ মন,
শান্ত নিবির পথে হেটে কাটে সারাদিন সারাক্ষন
শুন্যের পরে খুঁজেছি তোমায়,অসীমের পথে তুমি
হও বলে সবে প্রান দিয়েছিল,সবে অনুগামী।
তুমি আভাস হয়ে আশা,হতাশা মুখের হাসি...
কত আদরে ভালবেসেছি,তোমার ওই মিষ্টি হাসি
তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে,
পথে যেতে হায় সে ভালবাসায় দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,হৃদয় সপেছি তোমায়।
তুমি আরাধনে মোর সাধনা,শত সুক্ষ দুস্থ কামনা
কত জল ছল,কত কোলাহল,তুমি শান্ত আবেশে যাতনা।
থেমে যাক আজ কথা সব,যত হাহাকার আশা কলরব
পড়ে রবে সব যত সদ্ভাব,প্রান সংহার গেছে ছাড়িয়ে
দু হাত তুলে ধরি বাড়িয়ে ....
আমি সৃষ্টি,তাই স্রষ্টায় ভালবাসি।
যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবির অবেলায়
ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়
এখানে পড়ে আছে কত শত প্রান,জীবনের গান
গেছে হারিয়ে,একা দাড়িয়ে অপেক্ষায়।
অস্তিত্বের মিছিলে,খোলা দেয়ালের ওপারে
রক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।
Worldwide Distribution: ME Label
Management: Mushroom Entertainment, Inc.
Avash (C) 2019 Avash
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: