আপনার জীবনে সব কাজেই বাধা ও ব্যর্থতা এর কারণ ও সমাধান কি?How to Success in Life in Bangla,Palmistry
Автор: Astrologer J. Ahmeed (Ratna Shree Jyotishalay)
Загружено: 2022-08-04
Просмотров: 3334
Hater Rekha Bichar, Hastrekha Gyan, Palimistry in Bengali, Control Your mind With 5 Ways,Very Lucky Symbol in Hand, become a Rich, Bangla Astrology tips, Astrology tips Bangla, Motivational Video in Bangla,Best Palimist in Bangladeshi,Top Horoscope Analysis in Bengali, Top Jyotishi in Bangladeshi, Best Palm Reading in Bangladeshi,Life line Success Sign in hand, Rahu Rekha ke Upay,জীবনে বাঁধা দূর করার প্রতিকার,হস্তরেখা কোন চিহ্ন থাকলে সব কাজেই বাধা আসবে, হাতের তালুতে কোন চিহ্ন থাকলে বাঁধা ও ব্যর্থতা আসবে আপনার জীবনে,Satrun Planet Damage Remedies, Satrun Mount Sign Analyses, Businessmen Palm Analyses, Hater Rekha Bichar Bangla, Rahur Protikar, Rahur Dosha Bichar,কেনো হয় জীবনের প্রতি ক্ষেত্রেই সমস্যা, করতলে কোন রেখাটি ভাগ্যের উন্নতি ও কোনটি ভাগ্য পতনের সংকেত হাতে,জীবনে সফল নাকি ব্যর্থ কতটুকু হাতের এই রেখাটি বলে দিবে,Jyotish Astrology Palimistry in Bangla, জীবনের উন্নতি কখন হবে, আপনার উন্নতি কত বছর বয়স থেকে হবে, Money Triangle,বৃহৎ ত্রিভুজ চিহ্ন, জীবনে ধন সম্পদ প্রতিষ্ঠা কেমন হবে,
★বৃহস্পতি গ্রহের সামান্য ছােট শনি গ্রহ । এটি অবস্থান করে বৃহস্পতি গ্রহের কিছুটা দূরে । একমাত্র এই গ্রহটি ঘিরে বলয় দেখা যায় । শনি গ্রহের বলয় থেকে এক ধরনের রশ্মির বিচ্ছুরণ দেখা যায় বলে একে অন্য গ্রহের থেকে পৃথকভাবে দেখা হয় । এই গ্রহটি পরম যােগীগ্রহ । সহজ - সরল জীবনযাপন করা ব্যক্তিদের প্রতি শনি তুষ্ট থাকে । মাটির পাত্রে আহার করলে শনির আর্শীবাদ পাওয়া যায় অশুভকালে ।
★শনিগ্রহটি পাপ ধ্বংস করার জন্যই সৃষ্টি হয়েছে । এই গ্রহটি অশুভ থেকে শুভযােগ বিশিষ্ট ব্যক্তি গড়ে তােলেন । শনি শুভ হলে মানুষ ভক্তিবান , উপাসক মন্ত্রবিদ্যার অধিকারী , ধনী ও জ্ঞানী হয়ে থাকেন । শনি গ্রহের ব্যক্তিগণ রােগা ও লম্বা আকৃতির হয় ।
★শুভভাব- শনি গ্রহের শুভ প্রভাব থাকলে জাতকেরা পান্ডিত্য , শান্ত স্বভাব , ঐশ্বর্য , বুদ্ধি , ক্ষমা , বিচারশক্তি প্রভৃতি লাভ করে থাকে ।
★অশুভভাব— শনির প্রভাব যদি অশুভ হয় তবে শােক , দুঃখ-- দারিদ্র্য , হিংসাপরায়ণতা , নিষ্ঠুরতা , সন্দেহমনা , দুনীর্তি , অবজ্ঞা , অগ্নিভয় প্রভৃতি লক্ষণ দেখা যায় ।
★রােগ ও ব্যাধি- শনির অশুভ প্রভাবের জন্য দাতের সমস্যা, চোখের রােগ , বাত , বাতজ্বর , সিফিলিস , ক্যানসার ( লিভার ) , হঠাৎ দুর্ঘটনা , পিত্ত থলিতে পাথর, টিউমার, রক্ত দৃষ্টি প্ৰভতি রােগ হয়ে থাকে ।
★ব্যবসা - শনিগ্রহের শুভ প্রভাব -- এর দ্বারা জাতকদের , লােহা , টিন , গ্যাস , কয়লা , সীসা , জমি , বাড়ি ক্রয় - বিক্রয় , কৃষিকাজ , ঠিকাদারী প্রভৃতি ব্যবসায় সফল হতে দেখা যায় ।
★কাজ – চতুর্থ শ্রেণীর কাজ , শ্রম , দিনমজুর , নাপিত , কামার , কুমাের প্রভৃতি কাজে পারদর্শী হয় ।
★শনিগ্রহের নিজস্ব ঘর — মকর ও কুম্ভরাশি । তুঙ্গ ঘর — তুলারাশি । নীচস্থ ঘর মেষরাশি । প্রিয় মাস - মাঘ ও ফাগুন। প্রিয়বার- শনিবার । প্রিয় সংখ্যা -৮ । প্রিয় রত্ন - নীলা বা এমিথিস্ট । প্রিয় মূল -- শ্বেতবেড়েলা মূল । প্রিয় বর্ণ - ঘন নীল । প্রিয় ধাতু -সীসা ও লােহা ।
শনি+রবি: বেসরকারী কর্মচারী। অথবা তিনি পিতার পেশাকেই অনুসরণ করবেন। ব্যবসায়ে সফলতা
শনি+চন্দ্র:কর্ম ভাবে অশান্তি হয়, জাতক বা জাতিকা এমন কোনও কর্মে নিযুক্ত হবেন যে কাজে প্রচুর ভ্রমণ করতে হয়, অথবা এই যোগ নির্দেশ করে খাদ্য দ্রব্য বা তরল পদার্থ সংক্রান্ত কাজ, মেডিক্যাল রিপ্রেজেন্টিভ, ট্রাভেল এজেন্ট ইত্যাদি।
শনি+মঙ্গল: যন্ত্র সংক্রান্ত বিভাগ, পুলিশ বিভাগ। প্রতিরক্ষা বা দমকল বিভাগ, জমি জায়গা কেনা বেচা ইত্যাদি।
শনি+বুধ:আয় কর বিভাগ, শিক্ষক, লেখক অথবা ব্যবসা, কেরানি।
শনি+বৃহস্পতি: গুরু শৌরি বেশ শুভ যোগ।উচ্চ পদে কর্ম লাভ আরামদায়ক কর্ম। যে কাজই করুন না কেন, সম্মান পাবেনই।
শনি+শুক্র: সোনা অলংকার রত্নের ব্যবসা নির্দেশ করে। অর্থ বা বিলাসবহুল দ্রব্য বা বিলাসিতার কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া।
শনি+রাহু: অন্যের অধীন কর্ম একে বলা হয় গোলামি যোগ। এর অর্থ জাতক বা জাতিকা কারও অধীনস্থ হয়ে কর্ম করবেন। চাকরি লাভে এ যোগ দারুন সাহায্য করে। কু পথে অর্থ লাভ এ ছাড়া এ যোগে চুরি, স্মাগলার বা গোপন কোনও কাজের সঙ্গে যুক্ত হতেও দেখা যায়।
শনি+কেতু: সাধুসর্প যোগ। একে কর্মহীন যোগও বলা হয়। বৃহস্পতির দৃষ্টি থাকলে সন্ন্যাস যোগ।
কেতু মানেই বাধা। কেতু পার্থিব সকল কিছু শেষ করে দিয়ে জাতক বা জাতিকাকে আধ্যাত্মিক পথে টেনে আনতে চায়। তার জন্য যে কোনও রকম পথ অনুসরণ করতে তিনি তৈরি থাকেন। এই যোগে অনেককে দেখা যায় চাকরি পেয়েও পরে বসের খারাপ ব্যবহারে বা সহকর্মীদের চক্রান্ত অথবা দুর্নীতির সঙ্গে আপস করতে না পেরে কাজ ছেড়ে দেন। তবে এই যোগে জাতক বা জাতিকা ধর্ম সংক্রান্ত কর্মে যুক্ত হতে পারেন। তাতে বরং কেতু তাঁকে সাহায্যই করে!
শনি +কেতু +শুক্র =ম্লেচ্ছ যোগ, বদনাম, চরিত্র হীন বা লম্পট যোগ
একের বেশি গ্রহ শনির সঙ্গে যুক্ত হলে বুঝতে হবে, জাতক জাতিকার জীবনে একাধিক পথে উপার্জন করার সুযোগ আসবে অথবা একটা কর্ম ছেড়ে আর এক ধরনের কর্মে যোগ দেবেন।
জন্মকুণ্ডলীতে কোনও ভাবে যেমন একক ভাবে গ্রহ অবস্থান করে সেইরূপ দ্বিগ্রহ, ত্রিগ্রহ, চতুর্গ্রহ বা পঞ্চম গ্রহ যোগ সৃষ্টি হয়ে থাকে। তবে এক ঘরে বা এক ভাবে একের বেশি গ্রহ থাকা মানেই আন্তর্গ্রহযুদ্ধ হয়ে থাকে। তাতে কোনও গ্রহই ভাল ভাবে ফল প্রকাশ করতে পারে না। এখানে আমরা ত্রিগ্রহ যোগ অর্থাৎ কোনও ভাবে তিনটি গ্রহ যদি এক ভাবে থাকে, তখন বলে থাকে,
☎️☎️ +8801683553415 Whatsapp & imo
☎️☎️ +8801910304262 Whatsapp & imo
🎇🎇 FACEBOOK
/ astro.j.ahmeed
🎆🎆 PAGE
/ jaynul.ahmeed
💎💎 আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিংক দিলাম
সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন 📗📗
/ @জ্যোতিষীজয়নালআহমেদ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: