Makha Sandesh at Gajar More Rajbalhat Hoogly, West Bengal
Автор: The Curious Bong Trotter
Загружено: 2020-08-31
Просмотров: 612
দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ওঠার পর ডানকুনি টোল প্লাজার ঠিক আগে একটা রাস্তা বাঁদিকে চলে গেছে। এটা টি এন মুখার্জী রোড। এই রাস্তাটা একটু এগিয়েই মিশেছে অহল্যাবাঈ হোলকার রোডে। এবার এই রাস্তাই মশাট, শিয়াখালা, চাঁপাডাঙ্গা, আরামবাগ হয়ে আরো এগিয়ে দ্বারকেশ্বরের ব্রিজ পেরিয়ে, জয়পুরের জঙ্গল কেটে সোজা চলে গেছে মন্দিরনগরী বিষ্ণুপুর।
ডানকুনির মোড় থেকে বাঁদিকে নিয়ে এই রাস্তায় উঠে কিলোমিটার ত্রিশেক গেলেই আসবে গজার মোড়। শিয়াখালা পেরোনোর কিছুটা পরেই।
গজার মোড় নামটাই বেশ মজার, আর আপনি যদি মিষ্টিপ্রেমী হন তাহলে স্বাভাবিক প্রশ্ন মনে আসবে, এখানে কি গজা পাওয়া যায়?
উত্তরটা হল হ্যাঁ যায়, নামের মহিমা বজায় রেখে এখানে গজা পাওয়া যায়। গজার মোড়ের আশেপাশেই আছে বেশ কয়েকটা মিষ্টির দোকান। তবে নাম গজার মোড় হলে হবে কি, এই এলাকা বিখ্যাত গজার জন্য নয়, বরং অন্য একটি মিষ্টির জন্য।
এই একটি বিশেষ মিষ্টি যার নামডাকের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে হুগলী জেলার আরো একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী জনপদ গুপ্তিপাড়া।
নিন একটা Clue ছেড়ে দিলাম, বাকিটার জন্য ভিডিওটা ক্লিক করে দেখে নিন গজার মোড়ের গল্প।
আর হ্যাঁ এই গজার মোড় থেকে বাঁ দিকে ঘুরলে খুব অল্প সময়ের মধ্যে আপনি পৌঁছে যাবেন, দ্বারহাট্টা আর আঁটপুর, অসাধারণ কিছু টেরাকোটার কাজ সমৃদ্ধ মন্দির দেখতে পাবেন এই দুটি জায়গায়। এছাড়াও আর একটু এগিয়ে রাজবলহাটে আছে ভুরশুটের রাজা রুদ্রানারায়ণ প্রতিষ্ঠিত প্রায় পাঁচশ বছরের পুরোনো বিখ্যাত শ্বেতবর্ণা কালীর রাজবল্লভী মন্দির। এটিও অবশ্য দর্শনীয় স্থান।
This video was shot in vertical mode to facilitate comfortable viewing on smartphones. For best viewing experience it is recommended to play the video in full screen on your mobile device.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: