নোয়াখালীর বাণিজ্যিক রাজধানী চৌমুহনীর অতীত বর্তমান! || Noakhali Documentary ||
Автор: Explore With Saiful Forhad
Загружено: 2025-03-18
Просмотров: 11434
দেশের একমাত্র ধনী জেলা নোয়াখালীর বাণিজ্যিক রাজধানী
চৌমুহনীর অজানা ইতিহাস!
নোয়াখালীর বুকে এক ইতিহাস- ঐতিহ্য—চৌমুহনী বাজার! দিনের আলো ফোটার আগেই শুরু হয় কোলাহল, ব্যবসায়ীদের হাঁকডাক, আর পণ্যের ঝলকানি। মসলার ঘ্রাণ, মাছের ডাক, ইলেকট্রনিকসের ঝলমলে আলো—সব মিলিয়ে এক দমবন্ধ করা ব্যস্ততা! ব্যবসা, রাজনীতি আর সংস্কৃতির সংযোগস্থল এই বাজার, যেখানে প্রতিটা গলি একেকটা গল্প বলে। চৌমুহনী মানেই গতি, উন্মাদনা আর এক বিশাল কর্মচাঞ্চল্য!
চৌমুহনী শহরের বড়পুলের নিকট ছাতারপাইয়া, আটিয়াবাড়ি, চন্দ্রগঞ্জ ও ফেনী খালের চার মোহনায় সংযোগ স্থানকে কেন্দ্র করে চৌমুহনী নামকরণ হয়। পূর্বে দেশীয় ও ভারতীয় মারোয়াড়ীদের বড় বড় দোকানপাট ও ব্যবসা ছিল। চৌমুহনীর সঙ্গে দেশের নদী বন্দর চাঁদপুর, ভৈরব, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানের সঙ্গে নৌ-যোগাযোগ ছিল। এসব স্থান থেকে বড় বড় সাম্পান ও ডিঙ্গি নৌকায় মাল বোঝাই করে চৌমুহনী আসতো। এখানে ৬টি নৌকাঘাট ছিল।
রেল যোগাযোগ ছিল অনেক উন্নত। ১৯৬৯ সালে চট্টগ্রাম বিভাগের (বর্তমানে চট্টগ্রাম ও সিলেট বিভাগ) মধ্যে বাণিজ্যিক দিক দিয়ে চৌমুহনী রেলস্টেশন প্রথম স্থান অর্জন করেছিল।
গিয়ার
Dji Action 5Pro
Redmi note 10 Pro
Dji mini 4Pro
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: