ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ন করেছিলেন।শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা।হিন্দু পুরান।
Автор: Divine Pleasure
Загружено: 2024-12-29
Просмотров: 623
ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করেছিলেন । দেবরাজ ইন্দ্র মনে করতেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের মতোই শক্তিশালী।বৃন্দাবনবাসীর যাগযজ্ঞ ও পূজা অর্চনার কারণে দেবরাজ ইন্দ্র নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের সমান সামর্থবান মনে করতেন।ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীগণকে দেবরাজ ইন্দ্রের পূজা অর্চনা করতে নিষেধ করেন।এর ফলে দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের উপর মারাত্মক রেগে যান।বৃন্দাবনের অধিবাসীরা ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের সাথে তো দেবরাজ ইন্দ্র লড়াইয়ে পারবেন না তাই দেবরাজ ইন্দ্রের সমস্ত রাগ ক্রোধ গিয়ে পড়ল বৃন্দাবনবাসীদের উপর।বৃন্দাবনবাসীদের শায়েস্তা করার জন্য দেবরাজ ইন্দ্র ভয়ানক সমবর্তক মেঘ কে ডেকে নিয়ে আসেন। সাত দিন ধরে ভয়ানক বৃষ্টিপাত ঘটান দেবরাজ ইন্দ্র।ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন বাসীদের রক্ষা করেন । বিশাল গোবর্ধন পর্বত কে নিজের বাঁ হাতের করে আঙ্গুলের উপর তুলে ধরেন। বৃন্দাবন বাঁশিগণ গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করেন ।এর ফলে ইন্দ্রের ভয়ানক ক্রোধ ব্যর্থতায় পর্যাবসিত হয়।
#হিন্দু #শ্রীকৃষ্ণ #ইসকন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: