Bolla Mela 2025
Автор: Rakesh official blg
Загружено: 2025-11-07
Просмотров: 438
Bolla Mela 2025
বোল্লা কালী পূজা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় উৎসব যা প্রতি বছর বোল্লা গ্রামে আয়োজন করা হয়। বালুরঘাট শহর থেকে দক্ষিণ দিকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত বোল্লা গ্রাম, এই গ্রামে বোল্লা মা কালী নামে একটি বিখ্যাত মন্দির রয়েছে। এই গ্রামে প্রতিবছর বোল্লা পূজা কমিটি দ্বারা বোল্লা কালী পূজা এবং মেলার আয়োজন করা হয়।
বোল্লা কালীমন্দির পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিখ্যাত কালী মন্দির। বালুরঘাট-মালদা মহাসড়কের বালুরঘাট শহর থেকে ২০ কিলোমিটার দূরে বোল্লা গ্রামে অবস্থিত।[১]
ইতিকথা
৪০০ বছর আগে এলাকার জমিদার ছিলেন বল্লভ চৌধুরি। তার নাম অনুসারেই এলাকার নাম হয়েছে বোল্লা। সেসময় এক মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথরখণ্ড কুড়িয়ে পেয়ে সেটিকে প্রথম মাতৃরূপে পুজো শুরু করেছিলেন। এরপর জমিদার মুরারী মোহন চৌধুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জড়িয়ে যান। তারপর তিনি বোল্লা মায়ের কাছে মানত করে মামলায় জয় লাভ করেন। দেবী কালি তার উদ্ধারের জন্য এসেছিলেন এবং পরবর্তী দিনই জমিদার মুক্তি পেয়েছিলেন। কৃতজ্ঞতার প্রতীক হিসাবে তিনি দেবী কালির একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই বছর থেকে রাস পূর্ণিমার পরের শুক্রবার ঘটা করে পুজোর আয়োজন শুরু হয়।[২]
পুজা ও মেলা
রাস পূর্ণিমার পর দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা কালীপুজো অনুষ্ঠিত হয়।পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও বহু দর্শনার্থী এই পুজোয় অংশ নেন। সেইসঙ্গে চারদিন ব্যাপী বিরাট মেলাও বসে। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হল বোল্লা মেলা। মা কালীর পুজোকে কেন্দ্র করে এই মেলা হলেও এতে হিন্দুদের পাশাপাশি মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করে। চারদিনের এই মেলায় ১০ লক্ষেরও বেশি মানুষের সামগম হয়। দিল্লি, মুম্বই এমনকী বিদেশ থেকেও পূণ্যার্থীরা পুজো দিতে মন্দিরে ভিড় জমান। প্রতিবার পুজোর রাতে ৬০০০’র বেশি পাঁঠা বলি হয়। অন্যদিকে, প্রায় শতাধিক ছোট-বড় মানতের কালীর পুজো হয় মণ্ডপ চত্বরে।[৩]
🙏🌺 শ্রীশ্রী বোল্লা রক্ষাকালী মাতা 🌺🙏
আজ মায়ের পুজো ❤🙏
শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী বোল্লারক্ষা কালী মায়ের পুজো ও মেলা। 🙏🌿
আজ শুক্রবার রাতভর চলবে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা কালীর পুজো। প্রথা মেনে সমস্ত নিষ্ঠা সহকারে আজ শুক্রবার পুজো শুরু হবে। পুজোকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তের আগমন হয় বোল্লা কালী মন্দির চত্বরে। এবছরও প্রায় ৬০০০ পাঁঠা বলি দেওয়া হবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পুজো কমিটির সদস্যরা কয়েক কিলো সোনার গয়না দিয়ে দেবীকে সাজিয়ে তোলেন। 🙏🌿
সকাল থেকে লক্ষাধিক দর্শনার্থী ভিড় জমান। বালুরঘাট, গঙ্গারামপুর শহরের প্রায় সব হোটেল ভর্তি হয়ে রায়। পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে দুই কিলো ওজনের কদমার ব্যাপক চাহিদা দেখা যায়। এর দাম ওঠে প্রায় ৩৫০-৪০০ টাকা। 🙏🌿
রবিবার পর্যন্ত চলবে মেলা। পুজো ও মেলাকে ঘিরে এদিন সকাল থেকে মানুষের ঢল নেমেছে। বরাবরের মতো দৈনিক দিনরাত মিলে লক্ষাধিক মানুযের সমাবেশ ঘটে বলে এবারেও পুলিশ প্রশাসন থেকে বোল্লা মেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মন্দির চত্বর ও মেলা প্রাঙ্গনে শতাধিক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। , মন্দির চত্বরে সিসিটিভি বসানো হয়েছে। প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে পাঁঠা বলির পাশাপাশি ভক্তরা এখানে দেবীকে কয়েকশ কুইন্টাল চিনির খাজা, বাতাসা, কদমা পুজা দেন। পায়রাও উৎসর্গ করেন ভক্তরা। মানতের কয়েক হাজার ছোট কালী মূর্তিও বোল্লা কালীর সঙ্গে রাতে পুজিত হয়। বোল্লা গ্রামে পৌঁছাতে প্রতিবারের মতো এদিনও সারা রাত বালুরঘাট এবং গঙ্গারামপুর থেকে বেসরকারি বাস, মিনিবাস ও ট্রেকার চলাচল করবে। মেলায় পুতুল নাচ, নাগরদোলা, সার্কাস, জাদু-সহ খাবার, খেলনা ও মণিহারির পসরা নিয়ে দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এসেছেন। মেলার বিশেষ বৈশিষ্ট্য মিষ্টির দোকানগুলিতে তৈরি ১২ ইঞ্চি লম্বা ও ৬ ইঞ্চি লম্বা ল্যাংচা ও চমচম। বিশাল চিনির কদমা ও খাজা। 🙏🌿
🌺 বোল্লা মায়ের কাহিনী 🌺
উত্তরবঙ্গের প্রসিদ্ধ বোল্লা কালীমন্দির পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিখ্যাত কালী মন্দির। বালুরঘাট-মালদা মহাসড়কের বালুরঘাট শহর থেকে ২০ কিলোমিটার দূরে বোল্লা গ্রামে অবস্থিত।
৪৫০ বছরেরও বেশি প্রাচীন এই রক্ষা কালী মায়ের পুজো।। কথিত আছে মুরারীমোহন চৌধুরী (তান্ত্রিক) স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলামুর্তি খুঁজে পান এবং পুজো শুরু করেন (মতান্তরে এক মহিলা বসন্তকুমারী) সেই সময় এই চত্বর জঙ্গলাকীর্ণ ছিল।। পরবর্তী কোনো একসময় গ্রামে মড়ক লাগে, তখন গ্রামবাসীরা মায়ের কাছে মানত করেন এবং অলৌকিকভাবে কিছুদিনের মধ্যেই মড়ক দূর হয়ে যায়।। সেই সময় থেকে মাকে "মড়কা" নামে পুজো করা হতো।। তখন প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা তিথিতে মায়ের পুজো হতো। 🙏🌿
এরপর ১৯২০ সালে ঘটে যায় এক ঘটনা।। তৎকালীন গ্রামের জমিদার বল্লভ মুখোপাধ্যায় (যার নামানুসারে গ্রামের নাম বোল্লা) ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হন কয়েকজন গ্রামবাসীসহ।। তখন তিনি মানত করে মায়ের কাছে তিনি যেন ছাড়া পেয়ে যান।। এবারেও অলৌকিকভাবে কিছুদিনের মধ্যেই জমিদারবাবু বেকসুর খালাস হয়ে যায়। মানত অনুযায়ী পূজা দেওয়ার কথা ছিল কিন্তু জৈষ্ঠ্য মাস আসতে অনেক দেরি থাকায় রাস পূর্ণিমার পরে শুক্রবার পূজা শুরু হয় । সেই প্রথা আজ ও অটুট এখানে বলি প্রথা রয়েছে। 🙏🌿
উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হল বোল্লা মেলা।। মা কালীর পুজোকে কেন্দ্র করে এই মেলা হলেও এতে হিন্দুদের পাশাপাশি মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করে। চারদিনের এই মেলায় ১০ লক্ষেরও বেশি মানুষের সামগম হয়। দিল্লি, মুম্বই এমনকী বিদেশ থেকেও পূণ্যার্থীরা পুজো দিতে মন্দিরে ভিড় জমান। প্রতিবার পুজোর রাতে প্রথমে মহীষ বলি দিয়ে শুরু হয়ে ৬০০০’র বেশি পাঁঠা বলি হয়, সাথে চাল কুমড়ো বলিও প্রচলিত।। 🙏🌿
#balurghat #dakshindinajpur #youtube #bolla #bollakali #bollakalipuja #bollamaa #youtube #youtubeshorts
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: