Скачать
তারাবির সালাতে তাদাব্বুরে কুরআন || ২য় তারাবি || শায়খ বারাতুল ইসলাম ||
Автор: ইলমের রাহবার
Загружено: 2024-03-12
Просмотров: 248
Описание:
রমাদান কোরআন নাজিলের মাস। আর এই কোরআনের সবচেয়ে বেশি সান্নিধ্য লাভ হয় তারাবিতে। আমরা যদি তারাবির তেলাওয়াতের মাধুর্য উপভোগের পাশাপাশি কোরআনের মর্ম অনুধাবন করতে পারতাম এবং আল্লাহ তাআলার বার্তাগুলো বুঝতে পারতাম। তাহলে আমাদের তারাবি পরম অর্থবহ এবং অত্যন্ত তৃপ্তিদায়ক হয়ে উঠতো।
সেই লক্ষ্যে প্রতিদিনের তারাবির সারনির্যাস সর্বসাধারণের কাছে উপযোগী করে তোলার প্রয়াসে প্রতিদিন বিকেল তিনটায় আমাদের ইউটিউব চ্যানেল sheikh baratul islam official থেকে লাইভে থাকবো ইনশাআল্লাহ। লাইভে অংশগ্রহণ করে কোরআন বুঝার দরসে উপস্থিত থাকবেন আশা করি অনেক উপকৃত হবেন।

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: