জীবন্ত কিংবদন্তী পৃথিমপাশা নবাব বাড়ি!! A Historical Zamindar Home
Автор: MB Documentary
Загружено: 2025-10-17
Просмотров: 19
ঐতিহাসিক পৃথিমপাশা জমিনদার বাড়ি যেটি নবাব আলী আমজাদ খাঁনের বাড়ি হিসাবে স্থানীয়ভাবে অধিক পরিচিত।
মৌলভীবাজার জেলা শহর থেকে এই জমিনদার বাড়ির দূরত্ব প্রায় ৪৭ কি মি পূর্ব দিকে এবং সিলেট বিভাগীয় শহর থেকে ৭০ কি মি দক্ষিণ পূর্ব দিকে ঐতিহ্যবাহী রবির বাজারের উপকণ্ঠে পৃথিমপাশা নামক গ্রামের মধ্যভাগে অবস্থিত।
পৃথিমপাশা নবাব বাড়ির মূল গেটের সামনে পশ্চিম প্রান্তে পুরোনো কয়েকটি জমিনদাড়ি স্থাপনার পাশাপাশি শিয়া সম্প্রদায়ের হুসেনি দালানের আদলে নির্মিত চমৎকার নকশা খচিত একটি ইমাম বাড়ার অবস্থান লক্ষ্য করা যায়।আর ইমামবাড়ার ঠিক পূর্ব পাশেই বিশাল এলাকা জুড়ে রয়েছে চমৎকার শান বাঁধানো তিন তিনটি ঘাট সহ সুবিশাল দীঘি।
আর দিঘির পূর্ব পাড়ের অল্প কিছু জায়গা জুড়ে রয়েছে নবাব বাড়ির পারিবারিক কবর স্থান। যেখানে নবাব আলী আহমদ খাঁন, তার পুত্র আলী আমজাদ খান সহ তাঁদের পরিবারের অধিকাংশ ব্যক্তিকে এখানেই চির নিদ্রায় শ্যায়িত করা হয়।
জমিনদার বাড়ির ঐতিহ্য ধরে রাখতে নবাব আলী আমজাদ খান মৌলভীবাজার অঞ্চলের অনেক যায়গায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এর পাশাপাশি অল্প কয়েকটি দীঘি খনন করেছিলেন।
#Prithimpasha Nobab Bari#
#Prithimpasha Zamindar Bari#
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: