বাঃ ভাগ্নে,যেটা হিট গান সেটা তুমি গাইবে,ওসব হবে না,এ গান আমি গাইব/বাপি লাহিড়ী কে বললেন কিশোর কুমার
Автор: Happy Sunrise
Загружено: 2025-04-11
Просмотров: 647255
#podcast #podcasting #banglapodcast #podcaster #podcastclips #film #filmpodcast #bengalimovie #bengalimoviescene #lovesen #kishorekumar #bappilahiri #bengalimoviepodcast #kishorekumarsongs
#hindimoviepodcast #hindimovie
বাঃ ভাগ্নে,যেটা হিট গান সেটা তুমি গাইবে,ওসব হবে না,এ গান আমি গাইব/বাপি লাহিড়ী কে বললেন কিশোর কুমার
কৃতজ্ঞতা স্বীকার - ✍️-অরুণাভ সেন
EDIT - KISHORE DAS
VOICE OVER -APURBA ROY
" এ আমার গুরুদক্ষিণা"
বাপি লাহিড়ী কে কিশোর কুমার বললেন -বাঃ ভাগ্নে, যেটা হিট গান সেটা তুমি গাইবে,ওসব হবে না,এ গান আমি গাইব৷.... তারপরের ঘটনা কি ঘটেছিল!
সুপারহিট বাংলা ছবি 'গুরুদক্ষিণা'র অসম্ভব জনপ্রিয় গান 'এ আমার গুরুদক্ষিণা' কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোরকুমারের গাওয়ার কথাই ছিল না। গানটি গাইবেন বাপি লাহিড়ী, আগে থেকে সেই সিদ্ধান্ত। স্টুডিয়োয় 'এ আমার গুরুদক্ষিণা'র ট্র্যাক নিচ্ছিলেন তিনি,গান গাইতেই কিশোরকুমার বললেন,বাঃ ভাগ্নে, যেটা হিট গান সেটা তুমি গাইবে,ওসব হবে না,এ গান আমি গাইব৷ ওই গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন, এরপরের ইতিহাস সবাই জানেন।
ছবিতে কিশোরকুমার গাঙ্গুলির গাওয়ার কথা ছিল একটি মাত্র গান 'কোথা আছো গুরুদেব আমি জানি না'৷ নেপথ্যের কারণ টাকা-পয়সা একটা ফ্যাক্টর,বাংলা ছবি,হিন্দি'র তুলনায় যতেষ্ট কম বাজেট৷ ছবির প্রযোজক ভবেশ কুণ্ডুকে অভয় দিয়েছিলেন পয়সা কড়ির ব্যাপারে চিন্তা না করার,তারপর সত্যি কিশোরকুমার এক ঘন্টার মধ্যে স্টুডিয়োয় এসে গান তুলে রেকর্ড করে চলে গিয়েছিলেন৷
বাপি লাহিড়ীর নিজের জীবনে এসেছিল মহানায়ক উত্তমকুমারের ছবি 'ওগো বধূ সুন্দরী'র সঙ্গীত পরিচালনার সুযোগ৷ কিশোরের কণ্ঠ,উত্তমকুমারের লিপ সুপারহিট সব গান 'এই তো জীবন','আমি একজন শান্তশিষ্ট.,'৷ কিশোরকুমারের অনবদ্য অনেক গানের তালিকায় আছে বাপি লাহিড়ীর সুর। 'চিরদিনই তুমি যে আমার,' 'আশা ভালবাসা', 'আমার ফুলের বাগান দিয়ে' ইত্যাদি৷ আর একটা তথ্য একটু উল্লেখ করতে হবে হিন্দি ছবিতেও কিশোর,বচ্চন,বাপি লাহিড়ী ত্রয়ীর অধ্যায় সুন্দর ভাবে শুরু হয়েছিল 'নমক হালাল' ।কিশোরের কণ্ঠ,অমিতাভ বচ্চনের লিপে হিট গান 'পাগ ঘুঙরু', হিন্দি চলচ্চিত্রে অলটাইম সুপারহিট গান।
আবার কিশোরকুমারের কণ্ঠ কে আশ্রয় করে সঙ্গীত জগতে অনেকেই জনপ্রিয়তা অর্জন করেছেন,এক-এক করে অনেকের নাম বলা যায়৷ তাদের মধ্যে একজন গৌতম ঘোষ। কিশোরকুমারের গান গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন৷ তিনি বোম্বেতে প্রথমবার কিংবদন্তি শিল্পী কে শুনিয়েছিলেন 'মেরে নয়না শাওন ভাঁদো',সব শুনে কিশোর বলেছিলেন আমার গান গাও৷ আমার স্টাইল,উচ্চারণ,নাটক অবশ্যই অনুসরণ করতে পারো৷ লেকিন মেরে য্যায়সা মত গাও৷ আমার গলা নকল কোরো না৷ কাউকে কপি করে বেশিদিন টেকা যায় না৷খুব সত্যি কথা, অনুসরণ,আর অনুকরণের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে৷ কুমার শানু থেকে,বাবুল সুপ্রিয়,অভিজিৎ থেকে আরও অজস্র কিশোর কণ্ঠ আছেন,থাকবেন৷ কিশোর ধারা আজও আছে,থেকে যাবে অনন্তকাল৷ কিশোরকুমার কে গুরু মেনে যেমন অনেকে গান করেন, ভালো গাইলে তিনি নিজে প্রশংসাও করতেন৷
'বোম্বাইসে আয়া মেরা দোস্ত',গানটি শুনে কিশোরকুমার বাপি লাহিড়ী কে বলেছিলেন খুব ভাল গেয়েছিস বাপি,তিনি কিশোরকুমার কে মামা বলতেন, কারণ তাঁর মা বাঁশরী লাহিড়ী কিশোরকুমারকে ভাইফোটা দিতেন৷
তিনি দৃঢ় ভাবে বিশ্বাস করেন তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনে সাফল্যের নেপথ্যে বাবা-মায়ের মত আছে কিশোরকুমারের আশীর্বাদ ৷ ১৯৭২সালে 'নানহা শিকারী' তে কিশোর গেয়েছিলেন টাইটেল সঙ আর আশা ভোঁসলের সঙ্গে ডুয়েট 'তু মেরি মঞ্জিল'৷ এরপর 'জখমী'ছবিতে 'জ্বলতা হ্যায় জিয়া মেরী ভিগী ভিগী রাঁতোমে',তারপর কিশোরকুমারের কণ্ঠ আর বাপি লাহিড়ীর সুরে একের পর এক হিট গান৷ অনেক উদাহরণ আছে যেমন 'চলতে চলতে',কলেজ গার্লের 'দিলসে মিলে দিল','পেয়ার মাঙ্গা হ্যায় তুমিসে',মহেশ ভাটের ছবি 'লহুঁ কো দো রং' এর 'পেয়ার পেয়ার'৷
✍️-অরুণাভ সেন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: