টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ভবিষ্যৎ |Textile Engineering | টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কাজ| Admission
Автор: Yousuf CSE
Загружено: 2022-03-13
Просмотров: 110910
Diploma in Textile Engineering in Bangladesh || বাংলাদেশে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
যারা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ সম্পর্কে জানতে আগ্রহী আশা করি ভিডিও টি তাদের জন্য উপকারি হবে।
ভর্তির জন্য যোগাযোগ করুনঃ
বিসিআই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট
মোবাইলঃ ০১৮৭৮-৫৬৯২০১/০১৩০২২৪৮৪৭১
#বিসিআই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট
বাংলাদেশের প্রথম এবং একমাত্র ISO Certified পলিটেকনিক ইন্সটিটিউট এ ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে।
বিসিআই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট
কেন ভর্তি হবে বিসিআই তে ?
1.বাংলাদেশের প্রথম এবং একমাত্র ISO Certified (9001:2015) পলিটেকনিক ইন্সটিটিউট
2. শিক্ষা মন্ত্রনালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব ব্যাংক এর মুল্যায়নে পর পর ৩ বার ১ম স্থান অধিকারী ।
3. বিষয় ভিত্তিক শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ল্যাব
4. সমৃদ্ধ লাইব্রেরী
5. অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী ।
6. মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে ক্লাস পরিচালনা
7. পর্যাপ্ত সংখ্যক ল্যাব থাকায় সর্বোচ্চ ব্যাবহারিক ক্লাসের নিশ্চয়তার প্রদান ।
8. ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল ব্যাবস্থা।
9. অত্র প্রতিষ্ঠান সি সি ক্যামেরার আওতায় পর্যবেক্ষিত
10. মেধাবী ছাত্র-ছাত্রীদের ও আদিবাসী জন্য বিশেষ ছাড়।
11. চাকুরি প্রাপ্তির ব্যাপারে যোগ্য করে গড়ে তুলে নিজস্ব জব প্লেসমেন্ট সেল দ্বারা যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ মানের চাকুরী প্রাপ্তিতে সহায়তা
করা ।
12. প্রতিষ্ঠিত ১৯৯৫ (সাফল্যের ২৭ বছর)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ৪ বছর মেয়াদী (৮ সেমিস্টার) এর কোর্স সমূহঃ
পড়তে পারো তোমার পছন্দমত নীচের যে কোনটি ডিপ্লোমা কোর্সেঃ
আমাদের টেকনোলজিসমূহ ঃ
আর্কিটেকচার টেকনোলজি
মেকানিক্যাল টেকনোলজি
কম্পিউটার টেকনোলজি
সিভিল টেকনোলজি
টেলিকমিউনিকেশন টেকনোলজি
ইলেকট্রিক্যাল টেকনোলজি
ইলেকট্রনিক্স টেকনোলজি
টেক্সটাইল টেকনোলজি
ফ্যাশন টেকনোলজি (গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং)
ভর্তির সর্বনিম্ন যোগ্যতা:
যে কোন সালে যে কোন গ্রুপ হতে এস.এস.সি পাশ হতে হবে।
এইচ.এস. সি উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ এবং উচ্চতর গনিত থাকতে হবে ) ছাত্র ছাত্রীদের সরাসরি ৩য় সেমিস্টারে ও এইচ.এস .সি উত্তীর্ণ (ভোকেশোনাল বিজ্ঞান) ছাত্র ছাত্রীদের সরাসরি ৪র্থ সেমিস্টারে ভর্তির সুযোগ।
আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে ভর্তি চলছে। তাই আসন পূর্ণ হবার আগেই ভর্তি হও এবং গড়ে তোলো তোমার স্বপ্নিল জীবন।
ল্যাব সবিধা সমূহ:
1.সফট্ওয়ার ল্যাব 2. হার্ডওয়ার ল্যাব 3. নেটওয়ার্ক ল্যাব 4. ক্যাড এন্ড গ্রাফিক্স ল্যাব 5. ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব 6. ইলেকট্রিক্যাল ওয়ারিং ল্যাব 7. ইলেকট্রনিক্স ল্যাব 8. মাইক্রো-কন্ট্রোলার ল্যাব 9. পিএলসি ল্যাব
10. টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাব 11. ওয়েট প্রসেসিং ল্যাব
12. গার্মেন্টস ল্যাব 13. ইয়ার্ন ম্যানুফেকচারিং ল্যাব 14. ফেব্রিক ম্যানুফেকচারিং ল্যাব 15. টেলিকমিউনিকেশন ল্যাব 16. ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব 17.মেকানিক্যাল ল্যাব, 18.আর্কিটেকচার ল্যাব
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রসমূহঃ
সকল সরকারী প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ এবং পদোন্নতির সুযোগ।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের মুল চালিকা শক্তি বিধায় মিল কারখানাসহ দেশে বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে।
এছারাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ।
ভর্তির জন্য যোগাযোগ করুনঃ
বিসিআই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট
মোবাইলঃ ০১৮৭৮-৫৬৯২০১/০১৩০২২৪৮৪৭১
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: