শিরোনামহীন অনুভূতি/ চতুর্থ পর্ব🍁 heart touching audiostory in bangla🍁@NooresMotivationalStories
Автор: Noore's Motivational Stories
Загружено: 2025-12-03
Просмотров: 77
#hearttouchinglovestorybangla #bengali
#শিরোনামহীনঅনুভূতি
#storytimebangla #kolkatacanvas #theposhpalette #moralstories
#mysimplelifestyle #my_first_vlog
শুন ছেমড়ি , বেডা মাইনসের ওমন একটু আকটু স্বভাবের দোষ থাকেই। তুই তো মেলা সুন্দরী তাই আমার পোলা লোভ সামলাইতে পারে নাই। এহন এইডা নিয়া পাড়া জানাজানি করার দরকার নাই । সমাজে আমাগো একখান সম্মান আছে। তুই বরং ক্ষতিপূরণ হিসেবে বড় বউয়ের থাইকা হাজার দুয়েক ট্যাকা বেশি নিয়া নিস।
সামনে দাঁড়ানো বৃদ্ধ মহিলার তাচ্ছিল্য ভরা কথাগুলো শুনে ঘৃণায় গা গুলিয়ে উঠলো প্রিমা'র। রাগে সারা শরীর জ্বলে উঠলো। অপমানসূচক কথাগুলো শুনে ভেতরটায় কাঁপুনি ধরে গেলো।
ঢাকা ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অধরা ইসলাম প্রিমা। এই কংক্রিটের শহরে এতিম মেয়েটার আপন বলতে কেউ নেই। নিজের খরচ বহন করতে চারটা টিউশনি করায় সে। নবম শ্রেণিতে পড়া রিক্তা তার পুরোনো স্টুডেন্ট। আজ প্রায় বছরখানেক সময় ধরে পড়াচ্ছে তাকে। যৌথ পরিবার হওয়ায় বাসায় ছেলে টিচার রাখা নিষিদ্ধ। শেষ অব্দিই রিক্তার মা রুমানা বেগম প্রিমার খোঁজ পেয়ে কিছুটা নিশ্চিন্ত হোন। তবে তিনি ঘুণাক্ষরেও টের পাননি এরকম কোনো বীভৎস ঘটনা ঘটে যাবে।
যথারীতি সময় মতো প্রিমা আসে রিক্তাকে পড়াতে। ঈদের আগে আজকেই পড়ানোর শেষ দিন ছিলো। যেহেতু ঈদের আগমুহূর্ত তাই বাসায় লোকসমাগম নেহাত কম নয়। বিগত তিন দিন যাবত প্রিমা খেয়াল করছে রিক্তার চাচা নেহাল হোসেনের হাবভাব খুব একটা সুবিধার নয়। মেয়েটা সংযতচিত্তে যথাসম্ভব শালীনতা বজায় রাখার চেষ্টা করলেও হায়নার থাবা থেকে মুক্তি মেলেনি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: