বেনুকা | পর্ব ২৮ | শিল্পী ফাহমিদা রত্না । Benuka | Episode 28 | Singer Fahmida Rotna
Автор: Benuka
Загружено: 2023-06-14
Просмотров: 1597
বেনুকা | পর্ব ২৮ | শিল্পী ফাহমিদা রত্না । Benuka | Episode 28 | Singer Fahmida Rotna
শুধু চর্চা কিম্বা চেষ্টায় গান হয় না। গানের জন্য দরকার হয় সহজাত প্রতিভা, প্রকৃতি প্রদত্ত কণ্ঠ-স্বর-সুর। আর এসবকিছুর পরিমিত সমন্বয় কাউকে করে তুলে সফল শিল্পী। তেমনি একজন শিল্পীর নাম ফাহমিদা রত্না।
নারী মনের চিরন্তন বেদনা মূর্ত হয়ে ওঠে রত্নার কণ্ঠে। চিরায়ত বাংলার লোকো গানের জন্য তার কণ্ঠ এক কথায় চমৎকার। বাংলার পথে প্রান্তরের গান- যাকে আমরা পল্লীগীতি আখ্যা দিয়ে থাকি- ধীরে ধীরে কমে এসেছে তার প্রচলন। তবে, যুগ যুগ ধরে বেঁচে থাকা কালজয়ী গানগুলো আবার নতুন করে তুলে আনার প্রয়াস পেয়েছে মিউজিক্যাল ল্যাব শো বেনুকা। হারানো দিনের সেসব পল্লীগীতি নিয়ে আজ বেনুকায় হাজির হবেন উত্তর বঙ্গের মেয়ে রত্না।
রত্না গেয়ে বেড়াচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্মে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকুাভূক্ত শিল্পী তিনি। মঞ্চেও তিনি সফল। পশ্চিমবঙ্গেও রয়েছে রত্নার ভক্তকূল। দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী রত্না আজ গাইবেন দুই বাংলার পুরনো দিনের কিছু শ্রোতাপ্রিয় গান।
বেনুকায় গাইতে চাইলে যোগাযোগ করতে পারেন মোবাইল ফোনে (০১৫৭২১৬৮১৯৪) অথবা ই-মেইল করতে পারেন (benuka2050@gmail.com)।
#বেনুকা #Benuka
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: