দিনগুলি মোর। Dinguli Mor । কবি: আহসান হাবীব। আবৃত্তি: মৃন্ময় মিজান। Mrinmoy Mizan
Автор: Mrinmoy Mizan
Загружено: 2025-04-22
Просмотров: 124
মৃন্ময় মিজান বাংলাদেশী আবৃত্তিশিল্পী, লেখক, ব্লগার, অনলাইন একটিভিস্ট ও সংস্কৃতি সংগঠক। তিনি আবৃত্তি বিশ্বজ্ঞানালয়, আবৃত্তি একাডেমি, লিটল ম্যাগ অর্বাকের অন্যতম প্রতিষ্ঠাতা এবং স্বপ্নিক থিয়েটারের স্বপ্নদ্রষ্টা। অনলাইনে আবৃত্তির প্রথম স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স চালু করেন তিনি। কুড়িটিরও বেশি আবৃত্তি প্রযোজনায় নির্দেশনা দিয়েছেন তিনি। তার নির্দেশনা ও গ্রন্থণায় প্রকাশিত আবৃত্তি এলবাম- এই দেশ এই মৃত্তিকা ও রুপালি সিঁড়িতে স্বর্ণ মাধুলী। তার প্রকাশিত উপন্যাস নীল ডুমুরের খেয়া ও ভাঙনের নেই পারাপার।
মৃন্ময় মিজানের কণ্ঠে কথা বলে মহাকাল। সকল ভাব ও রসের কবিতা তার কণ্ঠে ফুটে ওঠে সহজাত দক্ষতায়। বৈচিত্রপূর্ণ কণ্ঠের ব্যবহার আর নির্মাণের মুন্সিয়ানায় সুধী মহলে একটি বিশেষ স্থান তৈরি করে নিয়েছেন তিনি।
তার নির্দেশিত উল্লেখযোগ্য আবৃত্তি প্রযোজনা- সাজাহান, চোখে আঙুল দাদা, মেঘলা আলাপের ঘোর, এই দেশ এই মৃত্তিকা, বারুদগন্ধী মানুষের গান, মরিচঝাঁপি, আমি ছুঁয়েছি স্বাধীনতা, বৃশ্চিক লগ্ন, রুপালী সিঁড়িতে স্বর্ণমাধুলি, দাবায়ে রাখতে পারবা না, বৃষ্টি জলের কাব্য, পুড়িয়ে দিবো নীল কারুকাজ ও শব্দের চোখে জল।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: