পরিণীতা: চাবুকের ঘায়ে সম্পর্কের শেষ পরীক্ষা! ১৬ তারিখের গোপন রহস্য, এফএম হ্যাক ও পারুলের আত্মত্যাগ।
Автор: House Stories 5.0
Загружено: 2025-12-05
Просмотров: 12732
পরিণীতা নাটকের এই পর্বে পারুলের সন্দেহ চরম পরিণতি লাভ করে। ১৬ তারিখের রহস্য ও রাইয়ানের লুকানো ডায়েরি উদ্ঘাটনে পারুল কৌশলে রাইয়ানের পাসওয়ার্ড চুরি করে এবং তার বন্ধুর মাধ্যমে জানতে পারে এফএম রেডিওতে রাইয়ানের গোপন প্রেমিকার নামে গান গাওয়া হয়েছে। গানটি শেষ মুহূর্তে হ্যাক করে ডিলিট করিয়ে দেয় রাইয়ান। ক্ষুব্ধ পারুল সরাসরি রাইয়ানের মুখোমুখি হয়, পরকীয়ার অভিযোগ আনে এবং দাদুকে সব জানানোর হুমকি দেয়। দাদুর সামনে চরম অপমানিত হয়েও রাইয়ান মুখ না খোলায়, রাগু রেগে তার ওপর চাবুকের নির্মম আঘাত হানে। স্বামীকে বাঁচাতে গিয়ে পারুলও আঘাতপ্রাপ্ত হয়। সম্পর্কের এই চরম মুহূর্তে কি পারবে পারুল আসল সত্য জানতে?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: