বাংলাদেশের ৩য় বৃহত্তম পর্যটন কেন্দ্র ভোলার চরফ্যাশন !! চর কুকরি মুকরি ! Bhola - Bangladesh পর্ব-০১
Автор: Bioscope Entertainment
Загружено: 2021-01-05
Просмотров: 105388
দেশের একমাত্র দ্বীপজেলা ভোলা। ভৌগোলিক স্থান বিবেচনায় যার চারদিকেই নদী আর বঙ্গোপসাগর ( Bay of bengal )। জোয়ার-ভাটার খেলা আর গাঙচিলের অবাধ বিচরণ, ছোট ছোট দ্বীপ, সবুজ অরণ্য, পাখপাখালি শোভিত চরাঞ্চল-সমৃদ্ধ এ জেলায় রয়েছে ভ্রমণ আর আনন্দ কুড়াবার প্রাচুর্য। চরফ্যাশন উপজেলা এখন পর্যটনশিল্পে ব্যাপক সম্ভাবনাময়। চরফ্যাশন বাংলাদেশের বরিশাল বিভাগের অন্তর্গত ভোলা জেলায় অবস্থিত একটি শহর।
এই উপজেলার উত্তরে লালমোহন উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মেঘনা ও মনপুরা উপজেলা, পশ্চিমে তেতুলিয়া নদী ও গলাচিপা উপজেলা। এটি ভোলা জেলার সবচেয়ে বড় উপজেলা। চরফ্যাশন এর দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে চর কুকরিমুকরি, সোনারচর, ঢালচর, তারুয়া দ্বীপ, জ্যাকব টাওয়ার (
Jakob Tower ) ও শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় এটি হতে পারে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র। চরফ্যাশন গেলে আপনি কুয়াকাটা, সুন্দরবন এর মতই ম্যানগ্রোভ বন ঘুরার স্বাদ উপভোগ করতে পারবেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: