Encore - Neelanjana (নীলাঞ্জনা) | Official Audio
Автор: ENCORE
Загружено: 18 апр. 2023 г.
Просмотров: 3 582 446 просмотров
নীলাঞ্জনা নামটি বরাবরই রহস্যময়ী। এর অর্থ নীল চোখের অধিকারী। নীল বলতেই মাথায় আসে আকাশ অথবা সাগর। আবার অনেকে বলে নীল নাকি বেদনার রং। তারা কি তাহলে একাই বিরহের আকাশে উড়ে বেড়ায় নাকি বাকিদেরও ভাসিয়ে দেয় সেই কষ্টের উত্তাল সমুদ্রে? আমাদের এই গানটি সেই প্রশ্নেরই উত্তর খুঁজে দেয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। শ্রদ্বেয় নচিকেতা সাহেবও ছিলেন নীলাঞ্জনার অন্বেষণে। আমরাও নাহয় যোগ দিলাম।
ENCORE
Vocal - Shakib-ul Islam
Guitar - Muzayed Imam Bishal
Guitar - Yeamin Abrar
Drums - Mirza Sabir
Bass - Faiaz Bin Alam
The track was recorded and engineered at Studio Mars by Syed Arif Al Hoque.
Artwork by Ehsanul Haque Farhan.
Lyrics:
1st verse
হে নীলান্জনা, সাথে যাবে কি আমার?
যদি দিতে পারো একটি বিকেল
ঘুরে আসি অজানায়
হে নীলান্জনা, বেলা হলো শেষ
চাইলে ভেবে দেখো আরেকবার
বাড়াবার আগে হাত
Pre chorus
তোমায় ছাড়া নীল গালিচায় আর তো ওড়া যায় না
তুমিহীনা মেঘের বাগিচায় রংধণু ছড়ায় না
আমার বুকে মাথা রেখে তুমি ধরতে কত বায়না
আমার দেয়া নীল শাড়ীটায় আর বুঝি মানায় না
Chorus
আজ সবই তোমার ওপর, আর তুমি আমার ভেতর
নীলাকাশে, ডানা মেলে, অজানায়, অবেলায়, হারাবে
ছিলো সবই তোমার ওপর, আর তুৃৃমি আমার ভেতর
পাল তুলে, নীল সাগরে, পাড়ি দাও বহুদূর জাহাজে..
2nd verse
রিক্ত শূন্য দেহতে, আজও চোখের পাতা খুলে
রাখি যদি আসো ফিরে, বেদনার নীলপাহাড় ভেঙে
প্রতিস্রুতির আদলে, যে প্রাসাদ গড়েছিলে তা ভেঙে তিলেতিলে

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: