How to punch cable lugs / কিভাবে ক্যাবল লাক্স পাস্ন করতে হয় দেখানো হয়েছে এই ভিডিওতে।।।।
Автор: Electrical Power EEE
Загружено: 2021-01-26
Просмотров: 4308
হাইডোলিক পাঞ্চ মেশিন | ইলেকট্রিক কাজ শিখা, ক্যাবল লাক্স লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন পাঞ্চ মেশিন সমতলে মেশিনটি ভালো করে বসাতে হবে তারপর প্রয়োজন অনুযায়ী চাবি গুলি লাগাতে হবে তারপরে ক্যাবল লাক্স অনুযায়ী তার ভালোভাবে কেটে নিতে হবে এবং লাক্স অনুযায়ী এবং মনে রাখতে হবে যে লাক্সের বাইরে যদি তার কেটে যায় তাহলে বাকি তার কেটে ফেলে লাক্স অফ বরাবর ঠিক রাখতে হবে তা না হলে যখন আপনি পাস করবেন তখন তারে রেখেই বাইরে থেকে দেখা যাবে এতে করে অডিট বা দুর্ঘটনা হতে পারে তাই লাগানোর পূর্বে বিশেষভাবে খেয়াল রাখা উচিত এবং পাঞ্চ ছাড়া লাগানো উচিত না অনেক সময় দেখা যায় ইলেকট্রিশিয়ান এরা পাঞ্চ মেশিন না পেয়ে তারা হাতুড়ি দিয়ে ইস্ট দিয়ে বিভিন্ন উপায়ে লাক্স লাগিয়ে থাকে এতে করে দেখা যায় লাক্স যতোটুকু লাগানোর কথা ততটুক পরিমাণ লাগেনা সেজন্যই লাক্সের ভিতর এক প্রকার লুজ থাকে এটা কিছুদিন পরে দেখা যাবে ফায়ার করতে করতে দুর্ঘটনা হতে পারে সেজন্য পাঞ্চ মেশিন ব্যবহার করা আমাদের উচিত ধন্যবাদ সবাইকে
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: