লীলা কীর্তন নিত্যানন্দ মিলন (প্রথম পর্ব) তত্ত্ব সম্মিলিত কীর্তনীয়া জয়ন্ত ঘরামী।
Автор: Sanatan Shikkha
Загружено: 2025-07-02
Просмотров: 168
লীলা কীর্তন নিত্যানন্দ মিলন (প্রথম পর্ব) তত্ত্ব সম্মিলিত কীর্তনীয়া জ্যান্ত ঘরামী। @Sanatanshikkha .
ওঁ নমঃ ভগবতে বাসুদেবায়
জয় রাধে। জয় শ্রী রাম।
সকলকে স্বাগত জানাই সনাতন শিক্ষার youtube চ্যানেলে।পরম প্রেমময় পরম করুনাময় পরম দয়াল দীনময় এর কাছে প্রার্থনা করি সকলকে সুস্থ এবং পরম শান্তি প্রদান করুক। সকলের মন সৎচ্চিদানন্দের প্রতি আকৃষ্ট হোক | সকলকে বয়স অনুপাতে আমার অন্তরের অন্তস্থল থেকে যথাযথ সম্মান প্রদর্শন করলাম। আপনারা এখানে সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র অনুযায়ী ভাগবত তথ্য পেয়ে থাকবেন, সেটা কখনো ভাগবত পাঠের মাধ্যমে, রামায়ণ কীর্তনের মাধ্যমে এবং পদাবলী কীর্তন বা লীলা কীর্তন এর মাধ্যমে।
আজ আমরা ভাগবতের একটি অংশ নিত্যানন্দ মিলন শ্রবণ করবো। কীর্তন পরিবেশন করতে গিয়ে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের ঘরের সন্তান মনে করে এই অধম জয়ন্ত ঘরামীকে ক্ষমা করে দেবেন।
যদি এই চ্যানেলের ভাগবত তথ্যগুলি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমরা পরবর্তী যে ভিডিওগুলি দেবো তার নোটিফিকেশন আপনার কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে। ভিডিওটিতে আপনারা লাইক করবেন এবং আপনার যদি মনে হয় এই তথ্যগুলি আরো অনেকের জানার প্রয়োজন আছে তাহলে আপনার পরিচিত ব্যক্তিবর্গের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।
#ramayan
#bhagbatkatha
#padabali_kirtan
#lilakirtan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: