নারীর বাড়ি | ফেরদৌস আহমেদ। কালের চিত্র | Nari | Bangla kobita | Kaler Chitro | Durbiin.com
Автор: Durbiin Limited
Загружено: 2024-02-27
Просмотров: 458
লোকে বলে নারীর না কি হয় না কোন ঘর
নারী ছাড়া একলা কভু ঘর বাঁধে না নর।
যুগে যুগে এই দুনিয়ায় হইছে যত বাড়ি
পুরুষ জাতি বেঁধেছে তা রাখতে তাতে নারী।
সকল বাড়ি তৈরি নারীর প্রেমের অনুরাগে
কোন পুরুষ ঘর বাঁধে না সঙ্গী পাওয়ার আগে।
নারীর প্রেমের পরশ পেতে হইতে নারীর বর
পুরুষ জাতি কষ্ট করে বানায় বাড়িঘর।
পুরুষ জাতি যত বাড়ি বেঁধেছে এই ভবে
সব বেঁধেছে নারীর নি*শি সঙ্গী হওয়ার লো*ভে।
নারীর প্রেমের নারীর
ছোঁয়ার স্বাদ না এলে মনে!
কোন পুরুষ বাঁধত না ঘর ঘুরত বনে বনে।
যতরকম বসতবাড়ি আছে ভুবনকূলে
পুরুষরা তার মিস্ত্রি মালিক নারীরা তার মূলে।
নারী হল বাড়ির শোভা নারীই বাড়ির প্রান
পুরুষরা তার কর্তা মালিক রক্ষী দা*ড়োয়ান।
নারীর নাকি হয় না বাড়ি অমূলক এই দাবি
নারীর হাতেই থাকে রে ভাই সকল বাড়ির চাবি।
নিজের টাকায় নিজের শ্রমে বান্দে যে ঘর নরে
নরের চেয়ে নারীই তাতে বেশি বিরাজ করে।
সাতসকালে পুরুষরা সব ঘর ছেড়ে যায় কাজে
ঘরবাড়ি সব আগলে রাখে নারীই বুকের মাঝে।
দিবানিশি অষ্টপ্রহর গৃহে কাটায় যারা
পাই না ভেবে কেমন করে হয় সে গৃহহারা।
পুরুষরা হয় বাপের ভিটার উত্তরাধিকারী
পিতার গৃহ স্বামীর গৃহ দুই গৃহে পায় নারী।
চলুন জানি কোন ঘরে তার কদর কতখানি
পিতার ঘরে রাজকন্যা সে পতির ঘরে রানি।
কে বলেরে এই দুনিয়ায় গৃহহীনা নারী
পিতা পতি ভাইয়ের বুকেই তাদের বসতবাড়ি।
নারীর বাড়ি
ফেরদৌস আহমেদ
কালের চিত্র
বাংলা কবিতা
কবিতা
লোকে বলে নারীর না কি হয় না কোন ঘর
কালের চিত্র - বইটি কেউ সংগ্রহ করতে চাইলে মেসেজ করুন আমার পেইজে অথবা ফোন করুন আমার এই নাম্বারে - 09643 007007
#kobita #বই #বইমেলা #nari #নারী
______Contact with us______
Website
https://www.durbiin.com
Facebook
/ durbiin.com.bd
YouTube
/ durbiinofficial
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: