সময়মতো ট্যাক্স রিটার্ন না দিলে কী হয়? 💰 জরিমানার নিয়ম জানুন//Tax Talk With Mahjabin
Автор: Tax Talk With Mahjabin
Загружено: 2025-09-27
Просмотров: 113
👉 আপনি কি জানেন, আয়কর রিটার্ন সময়মতো জমা না দিলে শুধু জরিমানাই নয়, বরং ভবিষ্যতে নানা ধরনের আইনগত সমস্যায় পড়তে পারেন?
বাংলাদেশের আয়কর আইন অনুযায়ী—
✅ নির্ধারিত সময়সীমা (৩০ নভেম্বর) পার হয়ে গেলে জরিমানা দিতে হবে।
✅ উপ কর কমিশনার আপনার আয়ের ওপর নির্দিষ্ট হারে ফি আরোপ করতে পারবেন।
✅ সময়মতো রিটার্ন না দিলে ভিসা, লোন, ব্যবসা ও বিনিয়োগে জটিলতা তৈরি হতে পারে।
এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি—
সময়মতো আয়কর রিটার্ন জমা না দিলে কী জরিমানা হয়
দেরিতে রিটার্ন জমা দিলে ভবিষ্যৎ ঝুঁকি
কীভাবে সহজে ও নিরাপদে রিটার্ন জমা দেওয়া যায়
💡 মনে রাখবেন—সময়মতো রিটার্ন দাখিল মানে আইনগত সুরক্ষা ও ভবিষ্যৎ আর্থিক সুবিধা নিশ্চিত করা।
📌 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নিয়মিত ট্যাক্স ও ফাইন্যান্স বিষয়ক আপডেট পেতে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: