ব্রেন টিউমার কেন হয় এবং করণীয়? ডাঃ মোঃ গওছুল আযম
Автор: Dr.Gaousul Azam
Загружено: 2022-09-05
Просмотров: 80647
মস্তিষ্কে মাংসের অথবা কোষের অস্বাভাবিক বৃদ্ধি পাওয়াকে ব্রেন (মস্তিষ্ক) টিউমার বলা হয়। যখন মাথায় এই টিউমার বৃদ্ধি পায় তখন মস্তিষ্কের ভিতরে চাপ বেড়ে যায় যা মস্তিষ্ককে ক্ষতিগ্রস্থ করে। সঠিক সময়ে ব্রেন টিউমার চিকিৎসা প্রয়োজন। তবে আগে জানা উচিত ব্রেন টিউমার যে কারণে হয় এবং এর লক্ষণগুলো কী কী।
ব্রেন টিউমার যে কারণে হয়:-
ব্রেন টিউমার বিভিন্ন কারণে হতে পারে। ব্রেন টিউমার তখনি হয় যখন মস্তিষ্কের স্বাভাবিক কোষগুলির ডিএনএ-তে কোনো ত্রুটি থাকে। শরীরের কোষগুলো ক্রমাগত বিভক্ত হয়ে যায় এবং মরে যায়। যার পরিবর্তে অন্য কোষ সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে নতুন কোষ সৃষ্টি হয়ে যায় তবে দেখা যায় পুরনো কোষগুলো সম্পূর্ণভাবে বিনষ্ট হয় না। যার ফলে এই কোষগুলো জমাট বেঁধে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় বংশগত কারণে ব্রেন টিউমার হয়ে থাকে। অর্থাৎ বাবা-মা বা আত্মীয় কারো ব্রেন টিউমার থাকলে।
মাথায় টিউমারের কয়েকটি লক্ষণ:-
মাথা ব্যথা প্রায় সবার কম-বেশি হয়ে থাকে। তবে সব ধরণের ব্যথা টিউমারের লক্ষণ নয়। ব্রেন টিউমার হলে তীব্র মাথা ব্যথা হয় এবং তা সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। এই ধরণের মাথা ব্যথা টিউমারের একটি সাধারণ লক্ষণ। ব্রেন টিউমারের মাথা ব্যথা সাধারণত সকালের দিকে হয় এবং পরে তা ক্রমাগত হতে থাকে। এছাড়াও রাতে শোয়ার সময় পর্যন্ত ব্যথা থাকে।
কোনো কারণ ছাড়া বমি হওয়া এবং তীব্র মাথা ব্যথার সঙ্গে বমি ভাব ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে। কথা বলতে অথবা শুনতে সমস্যা হতে পারে। ব্রেন টিউমার হলে মাথা ঘোরায় যার ফলে পড়ে যাওয়ার সম্ভবনা থাকে। ব্যক্তির আচরণে পরিবর্তন দেখা যায়। ভুলে যাওয়া ব্রেন টিউমারের লক্ষণ হিসেবে ধরা হয়। ঘন ঘন রেডিয়েশন অথবা এক্স-রে নেয়া হলে এই রোগের সমস্যা দেখা দিতে পারে।
পরীক্ষা-নিরীক্ষা:-
টিউমার নির্ণয়ে শারীরিক পরীক্ষার পাশাপাশি সবচেয়ে বেশি জরুরি মস্তিষ্কের সিটিস্ক্যান বা এমআরআই। এ ছাড়া আরো কিছু পরীক্ষার প্রয়োজন পরে।
চিকিৎসা:-
মস্তিষ্কের টিউমারের চিকিৎসা পদ্ধতির মধ্যে আছে- মেডিক্যাল চিকিৎসা, সার্জারি, রেডিওথেরাপি ও কিছু কিছু ক্ষেত্রে কেমোথেরাপি।
সার্জারি ব্রেন টিউমারের মূল চিকিৎসা পদ্ধতি। কিছু কিছু টিউমার আছে যেটা মস্তিষ্কের মূল অংশ থেকে আলাদা থাকে। এদের চারদিকে পর্দা দ্বারা আবৃত থাকে। এমন হলে সার্জারির মাধ্যমে টিউমার পুরোপুরি কেটে ফেলা সম্ভব হয়। কিছু ক্ষেত্রে মস্তিষ্কের মূল অংশ থেকে টিউমার দেখা দেয়। সে সব ক্ষেত্রে অপারেশন করে পুরো টিউমার কেটে ফেলা যায় না। তখন টিউমার আংশিক কেটে ফেলে অন্যান্য চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করতে হয়।
আবার কিছু টিউমার আছে যার পরিমাণ বেশ কম তা শুধু ওষুধের মাধ্যমে পুরোপুরি সেরে যায়।
অনেকে জানতে চান অপারেশন ছাড়া কি টিউমারের চিকিৎসা নেই? তারা অকারণে অপারেশন করতে দেরি করেন। তাদের বলছি, চিকিৎসক যদি অপারেশন করতে বলেন তাহলে অহেতুক দেরি না করে অপারেশন করাই ভালো।
Previous video:
► • How to do neck exercises | ঘাড়ে ব্যথার ব্য...
► • ব্রেইন স্ট্রোকের অপারেশন পরবর্তী রোগীর অনু...
► • When to seek Medical attention for a head ...
► • The Patient Father is very happy ক্রানিওফে...
► • Is PLID completely good in operation | পিএ...
► • What to do in case of facial Paralysis | ...
Dr. Md. Gaousul Azam (Neurosurgeon) ব্রেইন ও স্পাইন সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান বিষয়ক সর্বোচ্য গ্রহনযোগ্য তথ্য প্রদানের উদ্দেশ্যে বিশেষায়িত প্লাটফর্ম ।
মস্তিষ্ক মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর দান। তাই মস্তিষ্ক ভালো রাখতে আমাদের ধূমপান পরিহার, দ্রুত ঘুমানো ও ঘুম থেকে উঠা, উচ্চ_রক্তচাপ নিয়ন্ত্রনে রাখা ও চিন্তামুক্ত জীবনযাপন করা।
তাই প্রত্যেকের উচিৎ ব্রেইন টিউমার সম্পর্কে সচেতন হওয়া। আর প্রত্যেকের অভ্যন্তরে সচেতনতা সৃষ্টির জন্যই আপনার পাশে আছেন- Dr. Gaousul Azam
ডাঃ মোঃ গওছুল আযম
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)
এমএস(নিউরোসার্জারী), বিএসএমএমইউ
সাবেক পিজি হাসপাতাল, ঢাকা।
ব্রেইন, স্পাইন, নার্ভ ও স্ট্রোক বিষয়ক সার্জন
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
চিফ কনসালটেন্ট- ডাক্তার বাড়ী।
যোগাযোগঃ
----------------
ইমেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ http://www.drgaousulazam.com/
ফেসবুকঃ / drgaousulazam
টুইটারঃ DrGaousulAzam
LinkedIn: / drgaousulazam
Instragram: gaousul
WhatsApp: +880 1320-766504
চেম্বার সমূহঃ
বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন(বিসিআর)
২৩৪/সি (২য় তলা) সোনারগাঁও রোড,
কাঁটাবন বাস স্টপের উত্তর পাশে, ঢাকা-১২০৫।
সিরিয়ালের জন্যঃ ০১৮৮২৫৮০২৮৬ অথবা ০১৩২০ ৭৬৬৫০৪
ধন্যবাদ।
#dr_md_gaousul_azam
#Neurosurgeon
#Dr.gaousul_azam
#Neuro_sergeon
#Neuro_surgery
#Brain_surgery
#Spine_surgery
#Brain_tumor
#Brain_trauma
#Neurosurgery_treatment
#Endovascular_treatment
#Best_neurosurgeon_in_bangladesh
#Brain_tumor
#DSA
#Headache
#ব্রেইনের_টিউমার
#ব্রেইনের_অপারেশন
#Brain_tumor_symptoms
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: