#সংগীতে
Автор: Gaan Shikhi( গান শিখি)
Загружено: 2022-12-10
Просмотров: 4263
৭.ঠাট কাকে বলে? সঙ্গীত বিদ্যায় ঠাট কত প্রকার ও কি কি?
উত্তরঃ সপ্তকের সা পা সহ বাকী (রে গা মা ধা নি) এই ৫ টি স্বরের শুদ্ধ ও বিকৃত ভেদে যদি কোন সপ্তক রচিত হয় তাকে ঠাট বলে।
প্রতিটা রাগ এক একটি ঠাটকে আশ্রয় করে গড়ে উঠেছে। সংগীতে শুদ্ধস্বর ও বিকৃতস্বর মিলে মোট ১২ বারটি স্বর আছে। যেমন- স ঋ র গ জ্ঞ ম ক্ষ প দ ধ ন ণ। এই ১২ (বারটি) স্বরকে বিভিন্নভাবে সাজিয়ে মোট ১০ (দশটি)ঠাটের উৎপন্ন হয়েছে। ভারতবর্ষের অর্থাৎ ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের সংগীতে ১০ (দশটি) ঠাটের উল্লেখ আছে।নিচে এই ১০ (দশটি)ঠাটের বিবরণ দেওয়া হলঃ
ঠাটের নাম
স্বর
ঠাটে শুদ্ধ ও কোমল স্বরের ব্যবহার
১। বিলাবল ঠাট
স র গ ম প ধ ন
এই ঠাটে সব স্বর শুদ্ধ
২। কল্যাণ ঠাট
স র গ ক্ষ প ধ ন
এই ঠাটে শুধু কড়ি/তীব্র ম অন্য সবগুলো স্বর শুদ্ধ
৩। খাম্বাজ ঠাট
স র গ ম প ধ ণ
এই ঠাটে শুধু কোমল ণ, অন্য সবগুলো স্বর শুদ্ধ।
৪। কাফি ঠাট
স র জ্ঞ ম প ধ ণ
এই ঠাটে শুধু জ্ঞ ও ণ কোমল, অন্য সবগুলো স্বর শুদ্ধ।
৫। ভৈরব/ভায়রো
স ঋ গ ম প দ ন
এই ঠাটে শুধু ঋ ও দ কোমল, অন্যসব স্বরগুলো শুদ্ধ।
৬। ভৈরবী ঠাট
স ঋ জ্ঞ ম প দ ণ
এই ঠাটে শুধু ঋ, জ্ঞ, দ ও ণ কোমল, অন্যসবগুলো স্বর শুদ্ধ।
৭। পূরবী ঠাট
স ঋ গ হ্ম প দ ন
এই ঠাটে শুধু কড়ি/তীব্র হ্ম এবং ঋ ও দ কোমল, অন্যসবগুলো স্বর শুদ্ধ।
৮। আশাবরী ঠাট
স র জ্ঞ ম প দ ণ
এই ঠাটে শুধু জ্ঞ, দ ও ণ কোমল, অন্যসবগুলো স্বর শুদ্ধ।
৯। টৌড়ী ঠাট
স ঋ জ্ঞ হ্ম প দ ণ
এই ঠাটে শুধু ঋ, জ্ঞ, দ ও ণ কোমল এবং কড়ি/তীব্র হ্ম অন্য সবগুলো স্বর শুদ্ধ।
১০। মারবা ঠাট
স ঋ গ হ্ম প ধ ন
এই ঠাটে শুধু ঋ কোমল এবং কড়ি/তীব্র হ্ম অন্য সবগুলো স্বর শুদ্ধ।
#banglavlog #banglasong#হারানো_দিনের_গান #গানের_জগত #গান২০২২ #হারমোনিয়াম_শিক্ষা #পিয়ানো #টিউটোরিয়াল #বাংলাসিনেমারসুপারহিটগান #বাংলা_গান
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: