গ্রামীণ জনপদের মাটির বসতবাড়ি ও হাট-বাজার || Ghiyashpur Bazar || Rural areas of Bangladesh ||
Автор: Md Anwar Hossin
Загружено: 2025-09-16
Просмотров: 1385
গ্রামীণ জনপদের এই মাটির বাড়ি ঘর গুলো যেনো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দেয় বারবার। যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী বংশপরম্পরায় গ্রামীণ জনপদের মাটি ও মানুষের এই বসতবাড়ি যেন শান্তির নীড়। বসত বাড়ির পাশেই ফসলের মাঠ, আঁখের ক্ষেত, নানান জাতের ফলমূলের গাছ ও বিভিন্ন ধরনের সবজির বাগান। গ্রামের পাশেই রয়েছে গ্রামীণ জীবন ধারার বিপনণ কেন্দ্র গ্রামের হাট। গ্রামীণ হাটেও সেই আগেকার দিনের মাটির ঘরগুলো এখনো দাড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে।
এটি গিয়াস পুর বাজার। বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা জনপদের বারিষাব ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। সপ্তাহের প্রতি শনিবার দিন বিকেল বেলায় এখানে জমজমাট হাট বসে।
কৃষি ফসল সমৃদ্ধ এই জনপদে ধান, পাট, আঁখ ও নানান জাতের টাটকা শাক-সবজির ভান্ডার রয়েছে। প্রচুর পরিমাণে মৌসুমী শাকসবজি ও ফলমূল উৎপাদন করেন গাজীপুরের এই জনপদের স্থানীয় কৃষকেরা। গ্রামীণ কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত শাকসবজি বিক্রি করতে আসেন সাপ্তাহিক এই গিয়াস পুর হাটে। এই অঞ্চলের লাল মাটিতে উৎপাদিত টাটকা শাকসবজি ও ফলমূল খুবই সুস্বাদু হয়ে থাকে।
সালদৈ, লোহাদী, নরসিংপুর, কিত্তোনিয়া, পরিয়াব, বারিষাব, নয়ানগর, দামুয়ার চালা, ডাওরা , বানর হাওলা, ভেরার চালা, বরির চালা, নরোত্তম পুর , চেংনা, শ্যামপুর, আরা বাড়ী, চৌকার চালা, পিংগুলি, জালার চর, বর্জাপুর, ভিকার টেক, ছেলদিয়া সহ প্রায় 20/25 টি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করতে।
দেশীয় নানান জাতের হাস মুরগী, বিভিন্ন জাতের কবুতর,গরু ছাগল, মাছ মাংস, বিভিন্ন প্রকার দেশীয় ফল-মূল, বাঁশের তৈরি হস্ত শিল্পজাত পন্য, লোহার তৈরি কৃষি যন্ত্রপাতি ও নানান ধরনের রসনাসামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার জিনিসপত্র এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে।
কাপাসিয়ার গ্রামীণ জনপদের মাটি ও মানুষের নিত্যদিনের জীবনধারার চাহিদা পূরণ করে চলেছে ঐতিহ্যবাহী পুরাতন এই গ্রামীণ হাট গিয়াসপুর বাজার।
গ্রাম বাংলার ঐতিহ্য মাটির বাড়ি ঘরের দৃশ্য, প্রকৃতি আর গ্রামীণ হাট বাজার নিয়ে আমাদের আজকের আয়োজন।
#rural_areas #village_nature #village_mudhouse #weekly_village_market #rural_market #giyashpur_bazar #mudhouse #rurallife #kapasia #গ্রামীণ_জীবন #গ্রামের_হাট_বাজার #গ্রামীণ_জনপদ #গ্রামের_বসতবাড়ি #হাট_বাজার #মাটিরঘর #কাপাসিয়া_গাজীপুর
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: