দামোদর ও রূপনারায়ণের তীরে চোখ জুড়ানো গ্রাম বাংলা | One day tour from Kolkata 2025
Автор: Bari theke dure sange ABHISA
Загружено: 2025-08-08
Просмотров: 148
শহর ক্রমশ মহানগরের রূপ নিচ্ছে। গ্রামের মেঠো পথে লেগেছে শহুরে হাওয়া। সবুজের লেশমাত্র মুছে যাচ্ছে শহরের চৌহদ্দি থেকে। পিচের প্রলেপে ঢাকা পড়ছে গ্রামের ঘাস-মাটি-শ্যাওলার আস্তরণ। যদিও রূপসী বাংলার আনাচে-কানাচে এখনও কোকিল ডাকে। এখনও দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত অস্তগামী সূর্যের রক্তিম ছটায় লজ্জায় লাল হয়। গ্রামের বৃষ্টি ভেজা মাঠ-ঘাট নদী-নালা নাগরিক সভ্যতার কোলাহল থেকে এখনো ঘোমটায় আড়াল করে রেখেছে নিজেকে। তাই ইট-কাঠ-কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে ওঠা শহুরে দুচোখ এখনও খোঁজে গ্রামের স্নিগ্ধতা। কর্মব্যস্ত সপ্তাহান্তে কখনো দামোদরের কোলে হারিয়ে যেতে চায় শহুরে প্রাণ। আবার কখনো মফঃস্বলের মধ্যবিত্ত মনন রূপনারায়ণের সোনালী জলে হাতড়ে বেড়ায় স্মৃতিপট। শহরের কোলাহল থেকে দূরে এই ভিডিওয় আপনাদের ঘুরিয়ে দেখালাম গ্রাম বাংলার সবুজ-শ্যামল-স্নিগ্ধ পরিবেশ।
#onedaytrip #onedaytourfromkolkata ##kolkata #travel #trending #
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: