নিজামী, সাকা চৌধুরীর ফাঁসি হয়েছে যে মঞ্চে | দেখুন কীভাবে ফাঁসি দেওয়া হতো | কনডেম সেল | Jail
Автор: walk with Ridwan
Загружено: 2024-03-11
Просмотров: 907426
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চটি। এই মঞ্চেই ২২৮ বছরে শত শত মানুষকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে; যদিও ব্রিটিশ আমল থেকে কারাগারটি স্থানান্তর পর্যন্ত ঠিক কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে, সে তথ্য নেই। তবে স্বাধীন বাংলাদেশে ৪৩৩ জনের ফাঁসি কার্যকর করা হয়।
ঐতিহাসিক প্রায় সব ফাঁসি কার্যকর করা হয়েছে এই কারাগারটিতে। শেষ দিকে এসে পাঁচ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে এক ঐতিহাসিক স্থান দখল করে ফাঁসির মঞ্চটি।
১৭৮৮ সালে ইংরেজ আমলে একটি অপরাধ ওয়ার্ডের মাধ্যমে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের এই কেন্দ্রীয় কারাগারের যাত্রা শুরু। এরপর পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ।
১১ একর আয়তনের ২২৮ বছরের এ কারাগারটির সঙ্গে ইতিহাস, ঐতিহ্য ও রাজনীতির বহু স্মৃতি জড়িয়ে আছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রথম রাজবন্দি ছিলেন মেজর আবদুল জলিল। ১৯৭২ সালে যশোর থেকে গ্রেপ্তার করে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের কারাবরণের অনেক গৌরবের ইতিহাসও জড়িত নাজিমউদ্দিন রোডের এই দালানে।
কারাগারে ফাঁসির মঞ্চ স্থাপনের পর কার ফাঁসি দিয়ে উদ্বোধন করা হয়েছিল, সেই তথ্য পাওয়া যায়নি কারা কর্মকর্তাদের কাছ থেকে। তবে কয়েকজন কারা কর্মকর্তা জানিয়েছেন, ১৯৭৬ সালে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকরের মাধ্যমে স্বাধীন দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথম ফাঁসি দেওয়া হয়। ১৯৭৫ সালে বাংলার মেঘাচ্ছন্ন আকাশে ৩ নভেম্বর নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। ২০১৬ সালের ২৯ জুলাই কারাগারটিকে কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার আগে যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির মধ্য দিয়ে কারাগারটির ২২৮ বছরের ইতিহাসের অধ্যায় শেষ হয়!
#ফাঁসির_মঞ্চ #ঢাকা_জেল #scaffold #Dhaka_Central_Jail
FB: ► : https://www.facebook.com/profile.php?...
Copyright for this content is exclusively reserved for walkwithridwan . Unauthorized reproduction, redistribution, or re-upload of this material is strictly prohibited and may result in legal action against copyright violators.
SUBSCRIBE NOW! / @walkwithridwan TURN ON the Notification Bell (🔔) and remember to Share, Comment, and Like.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: