বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (BOF) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান, Date:17-10-25
Автор: Job Exam Mate BD
Загружено: 2025-10-17
Просмотров: 5930
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (BOF) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান, Date:17-10-25
Follow Our Facebook Page: Job Exam Mate
Join Our Facebook Group: Job Exam Mate BD
Contract in WhatsApp: 01735-778503
Mail: [email protected]
BOF Exam 2025, BOF Office Assistant Exam, Bangladesh Ordnance Factories, BOF Question Solution 2025, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান, BOF Job Exam, BOF Written Exam 2025, BOF Computer Typist Question, Bangladesh Ordnance Factory Question Solve, BOF BD Job, সরকারি চাকরির প্রশ্ন সমাধান, govt job exam BD, BOF অফিস সহকারী প্রশ্ন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা পরীক্ষা, BOF previous question
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)
গাজীপুর সেনানিবাস, , গাজীপুর-১৭০৩
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা-২०২৫
প্রশ্ন সমাধান
সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট, পরীক্ষার তারিখ: ১৭ অক্টোবর ২০২৫ খ্রি. পূর্ণমান: ৭০
বাংলা-২০
১। শুদ্ধ বানান লিখুন।
ক। তীরস্কার তিরস্কার
খ। কিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি
গ। মিমাংসা মীমাংসা
ঘ। ইতঃস্তত ইতস্তত
ঙ। সিমাবদ্ধ সীমাবদ্ধ
২। বাগধারা লিখুন।
ক। সাক্ষী গোপাল (নিস্ক্রিয় দর্শক)
খ। পালের গোদা (নেতা)
গ। চিনে জোঁক (নাছোড়বান্দা)
ঘ। অগস্ত্য যাত্রা (শেষ যাত্রা)
৩। কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক। আমার যাওয়া হয়নি। = কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
খ। সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না। = অপাদান কারকে সপ্তমী বিভক্তি
গ। টাকায় কি না হয়। = করণ কারকে ৭মী বিভক্তি
৪। সন্ধি বিচ্ছেদ করুন
ক। উচ্ছেদ = উৎ + ছেদ
খ। সংঘাত = সম্+ঘাত
গ। প্রত্যাশা = প্রতি + আশা
৫। বিপরীত শব্দ লিখুন
ক। ঊর্ধ্ব অধ
খ। উপকার অপকার
গ। খ্যাতি অখ্যাতি
ঘ। শূন্য পূর্ণ
ঙ। যত তত
ইংরেজি-২০
৬। Fill in the blanks using preposition.
a. The book is----the table.
Answer: on
b. Rahim started---village home.
Answer: for
৭। What is the Bengali meaning of:
a. Clerk = কেরানী
b. Weaver = তাঁতী
c. Barber = নাপিত
d. Cobbler = মুচি
e. Hunter = শিকারী
৮। What is the feminine gender of:
a. Nephew Niece
b. Horse Mare
c. Bull Cow
d. He-goat She-goat
e. Hero Heroine
৯। Translate to Bangla :
a. May I know your name?
Answer: আমি কি আপনার নাম জানতে পারি।
c. I can't get you,
Answer: আমি আপনার কথা বুজতে পারি নি।
b. I have come from Seattle.
Answer: আমি সিয়াটল থেকে এসেছি।
d. Necessity knows no law.
Answer: প্রয়োজন আইন মানে না।
১০। Translate to English:
a. তুমি কিসে ব্যস্ত?
Answer: What are you busy with?
b. একতাই বল।
Answer: Unity is strength.
১২। Fill in the gap by appropriate article:
a. He is-----one-eyed man.
Answer: a
b. Give me----------apple.
Answer: an
গণিত-১৫
১৩। 3x - y = 12 হলে 8^x/2^y =?
১৪। কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে 4 এর বর্গ হবে?
১৫। ত্রিভুজের তিন কোণের অনুপাত 3:4:5 হলে সবচেয়ে বড় কোণটির মান কত?
১৬। একটি তরমুজ 324 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে?
১৭। পিতা-পুত্রের বয়সের সমষ্টি 40 বছর। 10 বছর পর তাদের বয়সের অনুপাত 3:1 হলে পুত্রের বর্তমান বয়স কত?
সমাধান: পিতা-পুত্রের বয়সের সমষ্টি 40 বছর।
10 বছর পর পিতা-পুত্রের বয়সের সমষ্টি (40+20)=60 বছর।
10 বছর পর তাদের বয়সের অনুপাত 3:1
অনুপাতদ্বয়ের যোগফল (3+1)=4
10 বছর পর পুত্রের বয়স (60×1/4)=15 বছর
পুত্রের বর্তমান বয়স (15-10)=5 বছর
উত্তর: 5 বছর
সাধারণ জ্ঞান (কম্পিউটার) - ১৫
১৮। MS Power Point এ নতুন Slide যোগ করার জন্য কোন শর্টকাট Key ব্যবহৃত হয়?
উত্তর: MS PowerPoint এ নতুন Slide যোগ করার জন্য Ctrl + M শর্টকাট Key ব্যবহার করা হয়।
১৯। MS Power Point এ Slide Show করার জন্য ব্যবহৃত শর্টকাট Key লিখুন?
উত্তর: MS PowerPoint এ Slide Show করার জন্য F5 Key ব্যবহার করা হয়।
২০। IP Address কি?
উত্তর: ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি ডিভাইসকে সনাক্ত করার জন্য একটি সংখ্যাগত ঠিকানাকে IP Address (Internet Protocol Address) বলা হয়।
এটি কম্পিউটার, মোবাইল, রাউটার ইত্যাদির মধ্যে তথ্য আদান–প্রদানে সাহায্য করে।
২১। বিজয় কী-বোর্ড ব্যবহার করার জন্য কি কমান্ড ব্যবহার করতে হবে?
উত্তর: বিজয় (Bijoy) কী-বোর্ড চালু করার জন্য Ctrl + Alt + V কমান্ড ব্যবহার করতে হয়।
২২। MS Word এ Find এর শর্টকাট কমান্ড কি?
উত্তর: MS Word-এ কোনো শব্দ বা বাক্য খুঁজে বের করার জন্য Ctrl + F শর্টকাট কমান্ড ব্যবহার করা হয়।
২৩। ডিজিটাল নথি ব্যবস্থাপনা কি?
উত্তর: কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তথ্য বা নথি সংরক্ষণ, অনুসন্ধান, সম্পাদনা এবং ভাগাভাগি করার প্রক্রিয়াকে ডিজিটাল নথি ব্যবস্থাপনা (Digital Document Management) বলা হয়।
২৪। সাইবার নিরাপত্তা কি?
উত্তর: ইন্টারনেটভিত্তিক সিস্টেম, নেটওয়ার্ক ও তথ্যকে অননুমোদিত প্রবেশ, আক্রমণ বা ক্ষতির হাত থেকে রক্ষা করার প্রক্রিয়াই সাইবার নিরাপত্তা (Cyber Security)।
২৫। MAN ও WAN এর পূর্ণরূপ কি? এদের পার্থক্য লিখুন।
উত্তর:
সংক্ষিপ্ত রূপ পূর্ণরূপ পার্থক্য
MAN Metropolitan Area Network একটি শহর বা মহানগর অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেটওয়ার্ক।
WAN Wide Area Network একাধিক শহর বা দেশ জুড়ে বিস্তৃত নেটওয়ার্ক।
২৬। MS Word এ ব্যবহৃত শর্টকাট কমান্ড গুলি লিখুন :
কাজ শর্টকাট কমান্ড
ক। লেখা বোল্ড করতে Ctrl + B
খ। রিপ্লেস করতে Ctrl + H
গ। কপি করা লেখা পেস্ট করতে Ctrl + V
ঘ। ডকুমেন্ট সংরক্ষণ করতে Ctrl + S
২৭। ই-মেইল এর 'CC' এবং 'BCC' এর পূর্ণরূপ কি? এদের পার্থক্য লিখুন।
উত্তর:
নাম পূর্ণরূপ পার্থক্য
CC Carbon Copy যাকে মেইলের কপি পাঠানো হয় এবং মূল প্রাপক তা দেখতে পারে।
BCC Blind Carbon Copy যাকে মেইলের কপি পাঠানো হয় কিন্তু অন্য প্রাপক তা দেখতে পায় না।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: