হাঁটিহাঁটি_পা_পা ||Heart touching story
Автор: Bangla Golpo Kahini
Загружено: 2025-12-13
Просмотров: 238
পুত্রের আশায় সাতটি কন্যার জন্ম দিলো আম্মা। সে বহুযুগ আগের কথা, সেই সময়ে মেয়েদের বোঝার মতো ভাবা হতো। ভাবা হবে নাই বা কেন? সেই বাজারে একটি মেয়ের বিয়ে দিয়ে বিদায় করা কম কষ্টের ছিলো না। সেই কষ্টের কথা ভেবেই আব্বা শিউরে উঠতেন। দাদী এবং ফুপুদের প্ররোচনায় আম্মাকে সকাল সন্ধ্যা মা রতেন। দিনে দু’বেলা ভাত না জুটলেও পিঠে মারটা ভালোই জুটতো। শুধু শুধু জুটতো না। আম্মার মস্তবড় অপরাধ রয়েছে যে, সেই অপরাধে তাকে মারা হতো। আর তার সেই অপরাধটি হলো সাতটি মেয়ের জন্ম দেওয়া। এতগুলো মেয়ের বোঝা ঘাড় থেকে কিভাবে আব্বা নামাবে? দাদী তো এই নিয়ে প্রতি মিনিটে মিনিটে বিলাপ বকতেন।
গল্প #হাঁটিহাঁটি_পা_পা
লেখায় নুসরাত_জাহান_মিষ্টি
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: