ANEK KOTHA JAO JE BOLE (LIVE RECORDING) - DWIJEN MUKHOPADHYAY | RABINDRASANGEET
Автор: Hemanta Mukherjee & His Contemporaries
Загружено: 2020-05-23
Просмотров: 1595
#পঁচিশেবৈশাখরবিচ্ছায়া ১৮
দুটি পর্ব একসাথে দিচ্ছি আজ। দুইদিন অনিয়মিত হ'বার জন্য ১৮তম পর্ব নিয়ে হাজির হলাম আজকে। আবারও মনে করিয়ে দিই এই সিরিজে স্বর্ণযুগের বিভিন্ন গুণী শিল্পীর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের দুষ্প্রাপ্য রেকর্ডিং রাখছি আপনাদের জন্য এবং চলবে তিরিশতম পর্ব পর্যন্ত। আজ আপনাদের জন্য দ্বিজেন মুখোপাধ্যায়ের একটি গানের লাইভ রেকর্ডিং। ১৯৭৮-এ একটি অনুষ্ঠানে তিনি এই গানটি গেয়েছিলেন এবং খুব সম্ভবতঃ এই গানটির শিল্পীর কণ্ঠে কোনও স্টুডিও রেকর্ডিং নেই।
রবীন্দ্রসদনের উয়িংসের ধারে একবার সামান্য আলাপ হয়েছিল শিল্পীর সঙ্গে। শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্ম ১২ই নভেম্বর, ১৯২৭ সালে। রবীন্দ্রসঙ্গীত, বাংলা আধুনিক এবং বাংলা-হিন্দি চলচ্চিত্রের গান - সবমিলিয়ে মোট দেড় হাজারের মত গান রেকর্ড করেছেন তিনি। রবীন্দ্রনাথের গানের সংখ্যাই বেশি। হেমন্ত মুখোপাধ্যায়ই ছিলেন প্রথম থেকে তাঁর গানের অনুপ্রেরণা। মার্চিং কোম্পানিতে কাজ করতে করতে গান গাওয়া শুরু করেন। ১৯৪৫ সালে মেগাফোন থেকে প্রথম আধুনিক গানের রেকর্ড এবং পরের বছরেই বেতার ও গ্রামোফোন কোম্পানিতে প্রথম গান রেকর্ড করা। আইপিটিএ-তে সলিল চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব হয় এবং পরে তাঁর সঙ্গে কাজ করার জন্য শিল্পী মুম্বাই যান। হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাই চলে যাবার পর 'মহিষাসুরমর্দিনী'-তে 'জাগো দুর্গা' গানটি গাইতে শুরু করেন তিনি। ২৮শে ডিসেম্বর, ২০১৮ তে তাঁর মৃত্যু হয়।
আজকের গানটি প্রেম-পর্যায়ের গান। চলে যাই গানে।
অনেক কথা যাও যে ব'লে
(লাইভ রেকর্ডিং, ১৯৭৮)
রবীন্দ্রসঙ্গীত
দ্বিজেন মুখোপাধ্যায়
শব্দ পরিমার্জনাঃ তন্ময় দাস
অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি।
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥
যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে,
চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী।
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি।
আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে--
তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে।
তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে--
নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২১ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: