বেনাপোল এক্সপ্রেস ট্রেন || ভারত ভ্রমণে যোগ হলো নতুনমাত্রা || Benapole Express Train
Автор: Salahuddin Sumon
Загружено: 31 июл. 2019 г.
Просмотров: 1 456 031 просмотр
দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত ও বাংলাদেশে ৭ থেকে ৮ হাজার মানুষ যাওয়া আসা করে। এই রুটে একমাত্র সড়কপথে বাসের ওপর নির্ভর করে তাদের চলাচল করতে হতো। ভারত থেকে আসা যাত্রীদের ভারী ব্যাগ নিয়ে বেশির ভাগ সময় বাসের টিকিটনেওয়ার সময় বিড়ম্বনায় পড়তে হতো। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় সেই সমস্যার অনেকাংশেই নিরসন হবে।
Contact email address for sponsorship, affiliate or other business purpose :
[email protected]
এবার আসুন জেনে নিই, ট্রেনটির সময় সূচি। বৃহস্পতিবার বাদে প্রতিদিন ঢাকা থেকে এই ট্রেনটি বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাবে রাত ১২টা ৪০মিনিটে, পৌছাবেসকাল ৮টা ৪৫মিনিটে। আবার বুধবার বাদে প্রতিদিন বেনাপোল থেকে ছাড়বে দুপুর ১টার দিকে, ঢাকায় পৌছাবে রাত ৮টা ৫৫ মিনিটে।
যাত্রাপথে ঈশ্বরদীতে১৫মিনিট দাঁড়াবে কর্মী বদলের জন্য আর যশোরে ১৫ মিনিট দাঁড়াবে ইঞ্জিন ঘুরিয়ে নেয়ার জন্য। ট্রেনটি আসা-যাওয়ার সময় এই দুই স্টেশনেই যাত্রী ওঠানামা করতেপারবে।
এবার জেনে নিই ট্রেনের আসন ও ভাড়া সম্পর্কে।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ১২টি কোচে আসন রয়েছে ৮৯৬টি।
এই ট্রেনে শোভন শ্রেণির টিকিটের মূল্য ৫৩৫টাকা, এসি চেয়ার ১০২৫টাকা আর এসি বার্থ ১৮৯২টাকা। বেনাপোল থেকে ঢাকায় আসার সময় এসি বার্থ রূপান্তিত হবেএসি কেবিনে। এসি কেবিনের প্রতিটি আসনের ভাড়া গুনতে হবে ১২২৮টাকা।
আরো দেখুন :
ঢাকা থেকে কলকাতা ভ্রমণ মাত্র ৫৬০টাকা
• ঢাকা থেকে কলকাতা ভ্রমণ মাত্র ৫৬০টাকায় || D...
#benapole_express #dhaka_to_benapole

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: