শুঁটকি পল্লি | কুয়াকাটা সমুদ্র উপকূল | লেম্বুর বন |
Автор: Taj Exploring
Загружено: 2024-12-02
Просмотров: 35
লেবুর বন নাম শুনলে আপনি মনে করবেন এখানে হয়তো লেবু গাছের বাগান, জাতীয় কিছু একটা, অথবা লেবু বাগানের অসাধারণ কিংবা ব্যতিক্রমী কিছু দেখানো হয় বা পাওয়া যায়, এমনটা কল্পনা করে থাকতে পারেন।
প্রকৃতপক্ষে আপনার কল্পনা তেমন কিছুই নেই লেবুর বনে। লেবুর বন কথাটি এসেছে লেম্বুর বন থেকে।
লেম্বু ছিল রাখাইন সম্প্রদায়ের একটা মেয়ের নাম, এক সময় তাদের বসতবাড়ি বাগান ছিল এখানে, সমুদ্রের করাল গ্রাসে তাদের সেই ঘরবাড়ি জমি-জিরাত সবি হারিয়ে গেছে।
রয়ে গেছে শুধু বাগানের এলাকার কিছু অংশ, আর নামটাও ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো, মানুষের প্রচারণ বেড়ে যাওয়ায় পরে লেম্বু থেকে লেবুর বনে পরিচিতি লাভ করে।
এই অপরূপ স্থানটি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৮কিলোমিটার পশ্চিমে আন্ধারমানিক নদী আর সাগরের মোহনার কাছে অবস্থিত, লতাচাপলী ইউনিয়ন দক্ষিণ-পশ্চিমের শেষ বিন্দু এটি, সেই সাথে পটুয়াখালী জেলার বন বিভাগের সংরক্ষিত বন।
আর এর কাছাকাছি একটি শুঁটকি পল্লী রয়েছে। নানান প্রজাতির মাছ এখানে শুকিয়ে শুঁটকি তৈরি করা হয়।
সুযোগ পেলে সমুদ্র তীরবর্তী রাস্তা দিয়ে চলে যাবেন এই লেম্বুর বন ও শুঁটকি পল্লী।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: