তুষারপাত, হিমাঙ্ক ছোয়া তাপমাত্রা, ঠান্ডা পানিতে ও জুরিখের প্রাথমিক স্কুলে চলে সুইমিংশিক্ষার ক্লাস।
Автор: Baki Ullah Switzerland
Загружено: 2024-11-22
Просмотров: 148
তুষারপাত,হিমাঙ্কের নিচে তাপমাত্রা. বরফ ভাসা ঠান্ডা পানিতে ও জুরিখের প্রাথমিক স্কুলে চলে সুইমিংশিক্ষার ক্লাস।
শিশুদের আনন্দও সেখানে বাঁধ ভাঙ্গা ।নভেম্বরে পতিত এই অপ্রত্যাশিত তুষারপাতে অপ্রস্তুত বেশীর ভাগ মানুষই। শীতের কাপড়,তুষারের জুতা ইত্যাদি এখনো রয়ে গেছে স্টোরে।ঐ গুলো বের করে বের হউন বাইরে। বাইরের সিড়িতে সতর্ক পা রাখুন। ওগুলো বেশীর ভাগই পিচ্ছিল। পা ফঁসকে যাবার সম্ভাবনা থাকে। তুষার জমা গাছের নিচে চলতে মাথায় হুটি হা টুপি ব্যাবহার করুন। গাছ থেকে তুষার ঝড়ে পরে ভিঁজবার সম্ভাবনা থাকে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: