রাসূল (ছা:) এর মহা মূল্যবান ১০ টি উপদেশ ।
Автор: Qiyamah TV
Загружено: 2019-11-26
Просмотров: 27
video টি ভালো লাগলে share করে অন্যদের দেখার সুযোগ করে দিন । video তে like দিন এবং comment করে আপনার মতামত জানান ।
মু'আয ইবনে জাবাল (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন । তিনি বলেছেন,
১) আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে নিহত করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয় ।
২) তুমি তোমার পিতা-মাতার অবাধ্য হবে না, যদিও তারা তোমাকে তোমার পরিবার-পরিজন ও তোমার মাল-সম্পদ ছেড়ে যেতে বলেন ।
৩) ইচ্ছা করে কখনও ফরয ছালাত ত্যাগ করবে না । কেননা যে ইচ্ছা করে ফরয ছালাত ত্যাগ করবে,তার (হেফাযতের) পক্ষে আল্লাহর প্রদত্ত দায়িত্ব উঠে যাবে ।
৪) কখনও শরাব বা মদ পান করবে না । কেননা তা সমস্ত অশ্লীলতার মূল ।
৫) সাবধান ! (সর্বদা) গোনাহ হতে বেঁচে থাকবে । কেননা গোনাহগার দ্বারা আল্লাহর ক্রোধ পৌছে থাকে ।
৬) খবরদার ! জিহাদ হতে পলায়ন করবে না । যদিও সকল লোক ধ্বংস হয়ে যায় ।
৭) যখন লোকের মধ্যে মহামারী দেখা দিবে আর তুমি সেখানে থাকিবে, তখন তথায় অবস্থান করবে (পলায়ন করবে না) ।
৮) তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করবে (কার্পণ্য করে তাদের খাওয়ার কষ্ট দিবে না)
৯) তাদের ( পরিবারের লোকদের ) আদব-কায়দা শিক্ষা দান ব্যাপারে শাসন হতে কখনও বিরত থাকবে না ।
১০) আল্লাহর সম্পর্কে তাদের (পরিবারের লোকদের) ভয় প্রদর্শন করাতে থাকবে ।
(আহমাদ, বাংলা মিশকাত হা/৫৫)
fb page : https://www.facebook.com/qiyamah.tv/?...
watch our more videos : / @qiyamahtv
-----------------------------------------------------------------------------------------------------------
QIYAMAH SHOP : / . .
সরিষা মধু ৫০০ টাকা কেজি
চাকের মধু ৯৫০ টাকা কেজি
কালোজিরার মধু ১০০০ টাকা কেজি
যোগাযোগ- কিয়ামাহ শপ
রাজশাহী- 01719193602
----------------------------------------------------------------------------------------------------------
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: