নন্দলালপুর। যেখানে জীবন মানেই সংগ্রাম। শেষ পর্ব। Nandalalpur। Last Part।
Автор: Kiron Mahmud
Загружено: 2025-07-25
Просмотров: 1057
নন্দলালপুর পদ্মার বুকে জেগে উঠা চরের একটি গ্রাম। এ রকম নুর আকন গ্রাম, তোতাখার গ্রাম, শিকদার গ্রাম, মাদবর গ্রাম, কাছিকাটা গ্রাম, বলদা কান্দি গ্রাম ও বিশ্বনাথপুর গ্রাম। চতুর দিকে পদ্মা নদী মাঝখানে চর আর চরের মধ্যে এসব গ্রাম অবস্থিত। ভৌগলিক ভাবে এ চরটি ফরিদপুর জেলার,সদরপুর থানার, দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের অন্তর্গত। নদীর ভাঙ্গনে এ চরটি একদিকে ভাঙ্গে অন্য দিকে জেগে ওঠে এভাবে একজন মানুষের জীবনে তিন থেকে চার বার বসতভিটা বদলাতে হয় ভিডিওতে একজন বয়স্ক নারীর মুখে সে কথা শুনতে পারবেন। এ চরের মানুষদের প্রধান পেশা মাছ ধরা এছাড়া ফসল ফলাতেও বেশ পটু। আমার ভিডিওটির মুল উপজিব্য বিষয় হলো যে নন্দলালপুর গ্রামটি নারিশা বাজারের খুব সন্নিকটে অবস্থিত ছিল কিন্তু বর্তমানে সেই গ্রামটি নদী ভাঙ্গনের কারনে বাধ্য হয়েছে সেখান থেকে ৬ থেকে ৭ কিলোমিটার দূরে যেতে। সেখানে নতুন নামে পরিচিতি পাচ্ছে একজন মহান হৃদয়ের মানুষ যার নাম নাছির উদ্দিন তিনি অত্রঅঞ্চলের চেয়ারম্যান। এ জন্য এই অঞ্চলের নাম রাখা হয়েছে চেয়ারম্যানের বাজার। এতবড় একটি গ্রামে সেবাদান কারি কোন প্রতিষ্ঠান নাই যার ফলে কোন মানুষ অসুস্থ হলে নদী পার হয়ে পার্শ্ববর্তী দোহারে আসতে হয়, এ ছাড়া এখানে প্রাইমারী স্কুল আছে ৯ টি, মাদ্রাসা আছে ৫টি । এখানে লোকসংখ্যা আছে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার। এই ছিল আমার ছোট একটি কাজ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: