কাঁচা আমের কাশ্মিরী আচার - অথেন্টিক ট্রেডিশনাল রেসিপি | Aamer Kashmiri Achar Bangladeshi Recipe
Автор: রুমানার রান্নাবান্না
Загружено: 22 мая 2017 г.
Просмотров: 991 149 просмотров
আচারের প্রতি আমাদের সবারই মোটামুটি একটা ভালো ফ্যান্টাসি আছে। অনেকরকমের আচারের মধ্য থেকে এই ব্যস্ত জীবনে শুধু সেগুলিই টিকে আছে যেগুলি তৈরী করতে ঝামেলা কম। আমের কাশ্মীরি আচারটি তার মধ্যে অন্যতম। যদি অথেন্টিক বা একদমই ট্রেডিশনাল নিয়মে করতে যাই, তারপরও ঝুট-ঝামেলা এক্কেবারে কম। শুধু নিয়ম মাফিক সবকিছু করলেই হলো।
তৈরী করতে লাগছে -
কাঁচা আম ২ কেজি
চিনি ৩ কেজি
খওয়ার চুন ০.৫ কেজি
১৫/১৬ টি শুকনো মরিচ
আদা কুচি ০.৫ কাপ
ভিনেগার ০.২৫ কাপ
০.৫ চা চামুচ লবণ
আচার রান্নার সিরা তৈরী করতে পানি ৬ কাপ
বিঃদ্রঃ চুন না পেলে ২ কেজি আম ০.৫ কেজি লবণ দিয়ে ভেজাতে পারেন। যদি ভাবেন আমটা নোনতা হয়ে যাবে কি-না, না নোনতা হবে না। ৫ ঘন্টা ভেজানোর পরে ধুয়ে ফেললে আমের টকের সাথে লবণের নোনতা ভাব দুটোই চলে যাবে।
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে http://rumana.net/1774 ঠিকানায়।

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: