পাগলা মসজিদের দানের কোটি কোটি টাকা যেভাবে খরচ হয় | Pagla Masjid | Kishoreganj | NEWS BANGLA |
Автор: NEWS BANGLA
Загружено: 2022-07-06
Просмотров: 124404
#NEWS_BANGLA #kishoreganj
আলোচনায় শীর্ষে স্থান করে নিয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকার পরিমান। এ মসজিদে প্রতিনিয়ত দান করেন, দেশ-বিদিশের হাজার হাজার মানুষ। দানের নগদ টাকা, বিদেশি মুদ্রা আর সোনা-দানা এতো বেশি পরিমান হয়ে থাকে যে, আপনার কাছে এটি অবিশ্বাস্য মনে হতে পারে।
তবে মসজিদের দান বাক্স থেকে ঠিক কি পরিমাণ টাকা পাওয়া যায়, আর দানের কোটি কোটি টাকা যায় কোথায়? কিভাবে খরচ করা হয় এসব টাকা? এ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই।
ঐতিহাসিক পাগলা মসজিদ। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীর ঘেষে মনোরম পরিবেশে অবস্থিত দৃষ্টিনন্দন এই ধর্মীয় স্থাপনা। দিনে কিংবা রাতে আপনার মন কেড়ে নিবে মসজিদের নয়নাভিরাম সৌন্দর্য্য।
৩ একর ৮৮ শতাংশ জমির ওপর তিন তলা পাগলা মসজিদ কমপ্লেক্সের অবস্থান। এর সুউচ্চ মেহরাব ও মিনার সবার নজর কাড়ে।
১৯৭৯ সালের ১০ মে থেকে এটি পরিচালনা করছে ওয়াকফ স্টেট। তবে মসজিদ প্রতিষ্ঠার সঠিক ইতিহাস কারও জানা নেই। আছে নানা জনশ্রুতি।
পাগলা মসজিদে দান করলে মনের ইচ্ছে পূরণ হয়, এমন বিশ্বাসে মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ এখানে দান-খয়রাত করেন। নগদ টাকা ছাড়াও পাওয়া যায়, চাল,ডাল, গবাদিপশু, হাঁস-মুরগিসহ অনেক কিছু।
দিনে দিনে দানের পরিমাণ বাড়তে থাকায় বাড়ানো হয় মসজিদের দানবাক্সের সংখ্যা। বর্তমানে পাগলা মসজিদে দানের টাকা সংগ্রহের জন্য মসজিদের চারপাশে বসানো হয়েছে বড় বড় ৮টি লোহার সিন্দুক। কিছুদিন পরই টাকায় ভরে যায় এসব দানবাক্স। খুলতে হয় তিন মাস পর পর। আর তখনই মিলে কোটি কোটি টাকা, সোনা-জহরতসহ বিদেশি মুদ্রা! দিনে দিনে এ টাকার পরিমান বাড়ছেই।
সব শেষ গত ২ জুলাই মাত্র তিন মাস ২০ দিনের ব্যবধানে মসজিদের দানবাক্স থেকে পাওয়া যায় ৩ কোটি. ৬০ লাখ, ২৭ হাজার ৪১৫টাকা।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, মসজিদের দানের টাকা দিয়ে শিঘ্র এখানে আন্তর্জাতিক মানের একটি অত্যাধুনিক মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মাণ করা হবে। এতে থাকবে মাদরাসা এতিমখানাসহ ইসলামী গবেষনার সুযোগ।
১১৫ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হবে এই কমপ্লেক্স। এতে এক সাথে নামাজ পড়তে পারবেন ৬০ হাজার মুসল্লি।
নির্মাণ কাজে আরও বেশি টাকা লাগতে পারে। এরই মধ্যে মসজিদ কমপ্রেক্সের নকসা আহবান করে আন্তর্জাতিক টেন্ডার আহবান করা হয়েছে। তবে ব্যাংকে বর্তমানে দানের ঠিক কতো টাকা জমা আছে, সেটি গোপনই রাখতে চান, মসজিদ পরিচালনা কমিটি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: