কর্মময় স্বামী স্বরূপানন্দ।শ্রীশ্রী বাবামণির জন্মোৎসবের আলোচনা।শ্রীমৎ সুখেন ব্রহ্মচারী।24-12-2024
Автор: Ashuganj Ayachak Ashram (আশুগঞ্জ অযাচক আশ্রম)
Загружено: 2024-12-31
Просмотров: 6493
কর্মময় স্বামী স্বরূপানন্দ 
বাবামনি প্রায়ই নিজেকে উল্লেখ করে অনেককে বলতেন, “আমি একজন সাধারণ মানুষ।” তিনি সবসময় তাঁর অনুসারীদের দ্বারা তাঁকে অসাধারণ হিসেবে চিহ্নিত করার প্রবণতাকে ঘৃণা করতেন। তিনি কখনোই চাইতেন না যে তাঁকে অবতার হিসেবে পূজা করা হোক বা অন্যদের থেকে আলাদা বলে বিবেচনা করা হোক। তাঁর একমাত্র ইচ্ছা ছিল কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজের ধারণাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া।বেশ কয়েকবার তিনি নিজেই নিজের কাঁধে ভারী বোঝা বহন করেছেন। তিনি নিজে অনুর্বর জমি চাষ করেছেন এবং সেখান থেকে ভালো ফসল উৎপাদন করেছেন। প্রয়োজন হলে, তিনি সিংভূমের শূন্য জমি থেকে শুরু করে ত্রিপুরা এবং চাটগামের দূরবর্তী পাহাড়ি গ্রামগুলো পর্যন্ত দীর্ঘ এবং কষ্টসাধ্য যাত্রা করতে দ্বিধা করেননি, যেন সাধারণ শিষ্যদের জীবনকে আশীর্বাদ করতে পারেন। এ কারণেই তিনি যথার্থভাবে বলতে পারেন, “আমি একজন সাধারণ মানুষ ....
#স্বামীস্বরূপানন্দ#বাবামনি#কর্মেরপথে                
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
- 
                                
Информация по загрузке: