ডিসি কোর্টের সামনের ড্রেন অদৃশ্য, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা || Kushtia || DC Court ||
Автор: বি-নিউজ (B-News)
Загружено: 2025-09-17
Просмотров: 100
কুষ্টিয়ার ডিসি কোর্ট চত্বর, হালকা বৃষ্টি হলেই যেন পরিণত হয় হাঁটু পানির ছোট্ট এক জলাবদ্ধ এলাকায়।
ডিসি কোর্টের সামনের মূল ড্রেনটি পানিতে ডুবে যায় পুরোপুরি। তখন ড্রেন আর চোখে দেখা যায় না। আর এই অদৃশ্য ড্রেনই প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা।
স্থানীয়রা অভিযোগ করছেন, ড্রেনটির ওপরে কোনো সেফটি খাঁচা নেই। ফলে পথচারীরা অসাবধানতাবশত পড়ে যান পানিভর্তি ড্রেনে।
কুষ্টিয়ার সাধারণ মানুষের দাবি, ড্রেনটির ওপর অবিলম্বে সেফটি খাঁচা স্থাপন করা হোক। যাতে বর্ষার দিনে ড্রেন ঢেকে গেলেও দুর্ঘটনা এড়ানো যায়।
সাধারণ মানুষের প্রশ্ন, ডিসি কোর্ট চত্বরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঝুঁকি থেকে নাগরিকদের রক্ষা করতে কেন এত অবহেলা?
#DC #court #kushtia
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: