Agra Fort
Автор: Travel with Prasenjit
Загружено: 2025-09-15
Просмотров: 28
আগ্রা ফোর্ট উত্তর প্রদেশের আগ্রা শহরে যমুনা নদীর ধারে অবস্থিত। এটি 1565 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবর নির্মাণকার্য শুরু করেছিলেন। এর পরবর্তী মোগল সম্রাট জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজেব এখান থেকেই শাসন কার্য পরিচালনা করতেন।
দুর্গ বলতে শুধু সেনা ছাউনি নয়, এর ভেতরে মোগল সম্রাটদের পরিবারের অন্যান্য সদস্য রাও থাকতো।
এই দুর্গে প্রবেশ করার জন্য ভারতীয় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য মাথাপিছু 50 টাকা এবং বিদেশি প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য মাথাপিছু 650 টাকা। বাচ্চাদের ক্ষেত্রে 15 বছরের নিচের বাচ্চাদের কোন প্রবেশ মূল্য লাগে না।
এটি প্রতিদিন সকাল 6 টা থেকে সন্ধ্যে 6:00 টা পর্যন্ত খোলা থাকে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: