Bhaye Pragata Gopala- Divine Shri Krishna Stuti
Автор: Kathia Baba Charitable Trust Vrindavan
Загружено: 2018-08-07
Просмотров: 24421
Sringar arati stuti followed by Kirtan and Jayadhwani
This hymn is sung every morning after the Sringar Arati of Sri Sri Radha Vrinda Behari ji in front of the deity.
Glorifying God with all heart cleanses the heart, it is a part of Navadhabhakti as mentioned in our holy scriptures.
****************************************************************************************************************************************
ভয়ে প্রগট গোপালা দীন দয়ালা যশোমতীকে হিতকারী।
হরষিত মহতারী রূপ নেহারী মোহন মদন মুরারি॥১॥
সর্ব লোক হিতকারী, দীন দয়াল সর্বেশ্বর প্রভু শ্রীগোপাল রূপে মাতা যশোদার কক্ষে প্রকট হলেন। তাঁর মদন মোহন মুরারি মনোহর রূপ দর্শন করে মাতা যশোদার যথার্থই হর্ষোৎফুল্লিতা হলেন।
🌼কংসাসুর জানা মনে অনুমানা পুতনা বেগ পাঠায়ি।
তেহি হরষিত ধায়ি মন মুসুকায়ী গেই যাঁহা যদুরায়ি॥২॥
কংস পূর্বের অনুমানানুসারে কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন জেনে পুতানা রাক্ষসীকে (কৃষ্ণ বধ উদ্দেশ্যে) ত্বরায় সেই সেখানে পাঠালেন।পুতনা আনন্দিত অন্তরে যদুকুলপতি শ্রীকৃষ্ণ
সমীপে উপস্থিত হল।
🌸তেহি যায়ি উঠায়ি হৃদয় লাগায়ি পয়োধর মুখ মে দীনহ্।
তব্ কৃষ্ণ কানাই মন মুসুকায়ী প্রাণ তাকো হরি লীনহ্॥৩॥
পুতনা তাঁকে শয্যা থেকে উত্তোলন করে বক্ষে জড়িয়ে ধরে বিষমিশ্রিত স্তন পান করাতে উদ্যত হলে, সর্বজ্ঞ ঈশ্বর স্মিতহাস্যে স্তন পান করতে করতে পুতনার প্রাণ বায়ু নিঃশেষ করলেন।
🌼যব ইন্দ্র রিষায়ে মেঘন লায়ে বশ করে তাহে মুরারি।
গৌঅন হিতকারী সুর মনোহারী নখপর গিরিবরধারী॥৪॥
ইন্দ্র যখন ভগবানের প্রতি বিদ্বেষী হয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত করার জন্য আকাশের
ঘনঘোর মেঘরাশিকে আদেশ করেন, তখন ভগবান স্বীয় ঐশ্বরিক ক্ষমতা প্রয়োগ করে সম্পূর্ণ গিরিরাজ পর্বতকে কনিষ্ঠাঙ্গুলী দ্বারা উত্তোলন করে সাতদিন ধারণ করে রেখে ছিলেন।
এই ভাবে দেবতাগনের মনহরনকারী, গো-ধন কল্যাণকারী, মুরারি ইন্দ্রকে বশ করেন এবং ব্রজবাসিদের অতিবৃষ্টি থেকে রক্ষা করেন।
🌸কংসাসুর মারো অতি অহংকার বৎসাসুর সংহারো।
বকাসুর আরো বহুত ডড়ায়ো তাকো বদন বিদারো॥৫॥
তিনি অহংকারী কংসকে বধ করেন, বৎসাসুরকে সংহার করেন এবং অতি ভয়ানক বকাসুরের শরীর বিদীর্ণ করে ধ্বংস করেন।
🌼তেহি অতি দীন জানি প্রভু চক্রপাণি তাহে দিনহ নিজলোকা।
ব্রহ্মাসুর আয়ো অতি সুখ পায়ো মগন ভয়ে গয়ে শোকা॥৬॥
সেই চক্রপাণি প্রভু তাদের দৈন্যদশা দর্শনে করুণার বশবর্তী হয়ে সকলকেই নিজলোক অর্থাৎ বৈকুন্ঠে স্থান দিলেন। এতে ব্রহ্মা সুর নর সকলেরই শোক দুরীভুত হয় এবং সকলেই অত্যন্ত সুখানুভব করলেন।
🌸ইহ ছন্দ অনুপা হৈ রসরূপা যে নর ইয়াকো গাওয়ে।
তেহি সম নেহি কোঈ ত্রিভুবনে সোহি মনোবাঞ্ছিত ফল পাওয়ে॥৭॥
এই ছন্দসমুহ নিমগ্নচিত্তে অন্তর্নিহিত ভাবের রসাস্বাদন করতঃ প্রতিদিন যারা পাঠ করে তাদেরই মানব জীবন সার্থক, স্বর্গ -মর্ত্য-পাতাল এই ত্রিভুবনে তাদের সমকক্ষ কেহ নয়, এবং তারাই এই তিন লোকের সর্বশ্রেষ্ঠ মনোবাঞ্ছিত ফল (মোক্ষ) লাভের একমাত্র অধিকারী হন।
🌟দোহা🌟
🌼নন্দ যশোদা তপ কিয়ৌ মোহন সে মন লায়।
দেখন চাহত বালমুখ রহো কছুক দিন যায়॥৮॥
পূর্ব জন্মে নন্দবাবা এবং মা যশোদা শ্রী কৃষ্ণের বাল রূপ দর্শন প্রার্থনা করে অনেকদিন সুকঠিন তপস্যা করেছিলেন এবং পরজন্মে শ্রীকৃষ্ণকে পুত্র রূপে লাভ করার অমূল্য- সুন্দর বর লাভ করেছিলেন।
🌼যো নক্ষত্র মোহন ভয়ে সো নক্ষত্র পর আয়।
চারি বধায়ি রীতি সব করোতি যশোদা মায়ি॥৯॥
অতঃপর যথা সময়ে ঠাকুরজীর জন্ম নক্ষত্রাদি উপস্থিত হলে, চতুর্দিকে অনুকুল পরিস্থিতি দ্বারা অভিনন্দিত হয়ে মা যশোদা শ্রী কৃষ্ণ জন্মোৎসবের সকল রীতি অনুযায়ী পালন করেন। ৯।
🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🙏🏻🙏🏻🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: