লেট সরিষার জমিতে দ্রুত গাছ বড় করার জন্য কোন বালাইনাশক ব্যবহার করব !
Автор: 𝕜𝕣𝕚𝕤𝕙𝕚 𝔹𝕚𝕤𝕙𝕠𝕪𝕠𝕜 𝕂𝕠𝕥𝕙𝕒™
Загружено: 2025-12-10
Просмотров: 381
লেট সরিষায় গাছ দ্রুত বৃদ্ধি ও স্বাস্থ্য ভালো রাখতে আপনি যে উপাদানগুলোর কথা বলেছেন—
সালফার ৮০%, চিলেটেড জিংক ১৭%, সলুবার বোরন ২০%, ফ্লোরা—এসবই সরিষার জন্য প্রয়োজনীয়। তবে সঠিক ডোজ ও প্রয়োগ সময় জানা খুব গুরুত্বপূর্ণ।
✅কোন সার কীভাবে কাজ করে
⭐সালফার ৮০% সরিষায় তেল ও প্রোটিন বাড়ায় পাতা গাঢ় সবুজ করে গাছ দ্রুত বাড়তে সাহায্য করে
⭐ চিলেটেড জিংক ১৭% গাছের কোষ বিভাজন বাড়ায় চারা পড়া কমায় গাছ শক্তিশালী হয়
⭐ সলুবার বোরন ২০% ফুল ঝরা কমায় মোটা ও বেশি ফলায় শিরা ফাটা/বোরন ঘাটতি প্রতিরোধ
⭐ ফ্লোরা (বায়ো-স্টিমুল্যান্ট/গ্রোথ প্রোমোটার) গাছের বৃদ্ধি দ্রুত করে ফুল ও ফলন বাড়ায়
🎯 সঠিক প্রয়োগ মাত্রা (প্রতি বিঘা/৩৩ শতক)
✔ সালফার ৮০% প্রতি লিটার পানিতে ৩ গ্রাম স্প্রে
✔ চিলেটেড জিংক ১৭% প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম স্প্রে
✔ সলুবার বোরন ২০% প্রতি লিটার পানিতে ১.৫ গ্রাম স্প্রে
✔ ফ্লোরা (বাজারভেদে ডোজ ভিন্ন, সাধারণত) প্রতি লিটার পানিতে ১.৫ মিলি স্প্রে
⭐ স্প্রে মিশ্রণ (একসাথে দেওয়া যায় কি?)
সালফার + জিংক + বোরন এবং পরবর্তী স্প্রে-ফ্লোরা।
✨ দ্রুত গাছ বাড়াতে বিশেষ টিপস
সেচের ব্যবস্থা থাকলে হালকা সেচ দিলে বৃদ্ধি আরও দ্রুত হয় জমিতে নাইট্রোজেন ঘাটতি না রাখতে ইউরিয়া ৭–৮ কেজি/বিঘা ভাগ করে দিন আগাছা মুক্ত রাখলে গাছ দ্রুত বাড়ে।
সরিষার স্প্রে, সরিষার ফলন বৃদ্ধিতে করণীয়, তিনটি কাজে সরিষার ফলন বৃদ্ধি, সরিষার কি কি স্প্রে করতে হয়, সরিষার বারবাড়তিতে করনীয়, সরিষা, সরিষা চাষ, সরিষার পরিচর্যা, সরিষা চাষের যত্ন, ভালো সরিষা বীজ, সরিষা চাষের খরচ, সরিষার বিভিন্ন রোগ, সরিষার যত্ন, শীত কালে সরিষা চাষ, সরিষা চাষের পরিচর্যা, সরিষা চাষের বিশেষ যত্ন, সরিষা চাষে রোগ পোকার আক্রমণ, কীটনাশকের প্রয়োগ, ছত্রাকনাশকের প্রয়োগ, মাকড় দমনের উপায়, সরিষা চাষে সালফেরের ব্যবহার, ফুল আসার আগে সরিষা চাষের পরিচর্যা, সরিষা চাষে সার প্রয়োগ
Gmail: [email protected]
Call: 01738007669
ধন্যবাদ 🥀
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: