বাংলা রচনা: বাংলাদেশের প্রাণী ।। Bangla Easy: Animals of Bangladesh
Автор: Kids School Bangladesh
Загружено: 2025-11-28
Просмотров: 34
বাংলাদেশের প্রাণী
ভূমিকা: পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে অসংখ্য জাতের প্রাণী। বাংলাদেশেও অনেক ধরনের প্রাণী বাস করে।
বাংলাদেশের প্রাণী প্রজাতি: বাংলাদেশে বনভূমি, নদী, খালবিল ও সাগরে বাস করে অনেক রকমের পশু-পাখি এবং জলজ প্রাণী। এছাড়া মানুষের গৃহে বা তার আশপাশেও নানা প্রজাতির প্রাণী বাস করে।
বাংলাদেশের প্রাণিজগতের ধরন: বাংলাদেশের প্রাণিজগৎ মূলত দুই ধরনের। বন্যপ্রাণী ও গৃহপালিত প্রাণী। এই দুই ধরনের প্রাণীর মধ্যেই রয়েছে কিছু পশু এবং কিছু পাখি।
বন্যপ্রাণী: বিশ্বের সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ বনাঞ্চল বাংলাদেশের সুন্দরবন। এ বনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাণী আমাদের জাতীয় পশু বাঘ। একে ডাকা হয় রয়েল বেঙ্গল টাইগার বলে। এছাড়া সুন্দরবনে হরিণ, বানর, শূকর, সাপ এবং বক, মাছরাঙাসহ বহু পাখি পাওয়া যায়। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে রয়েছে পাহাড়ি বনাঞ্চল। সেখানে হাতি, বানর, হরিণ, সাপ, উল্লুক ও অনেক প্রজাতির পাখি দেখা যায়।
গৃহপালিত প্রাণী: গরু, ছাগল, ভেড়া, মহিষ, কুকুর, বিড়াল, ঘোড়া ইত্যাদি গৃহপালিত পশু। আর উল্লেখযোগ্য কয়েকটি গৃহপালিত পাখি হলো হাঁস, মুরগি, তিতির, 'কবুতর ইত্যাদি।
এছাড়া বাংলাদেশে কিছু জলজ প্রাণী বাস করে। এগুলোর মধ্যে রয়েছে কুমির, সাপ, ঘড়িয়াল, গুইসাপ, শুশুক, কচ্ছপ, বিভিন্ন প্রজাতির মাছ ইত্যাদি।
উপকারিতা: পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৃহপালিত প্রাণীর ডিম, দুধ, মাংস আমাদের শরীরে পুষ্টি জোগায়।
উপসংহার: বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রাণিসম্পদ। বর্তমানে বন, পাহাড় ধ্বংস এবং নদীনালা ভরাট ও দূষিত হওয়ায় অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে। প্রাণিসম্পদকে রক্ষা করতে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।
== শিক্ষক ==
দিপ্ত কুমার পাল
[email protected]
WhatsApp: +8801742157585
WhatsApp Group: https://chat.whatsapp.com/GFa4WBERmWg...
ফেসবুক প্রফাইল : / diptobd71
ফেসবুক পেজ : / kidsschoolbangladesh
ফেসবুক গ্রুপ : / kidsschoolbangladesh
#KSB #বাংলা_রচনা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: