feeling positivity
Автор: Mrittika Nath
Загружено: 2026-01-07
Просмотров: 13
সকালে উঠে দেখি চারপাশের করছে কুয়াশা কুয়াশা সবটা ঢেকে নিয়েছে রাস্তাঘাট দোকানপাট ঘরবাড়ি দেখা যাচ্ছে না কুয়াশা ভেদ করে তিন থেকে চার ফুট দূরত্বে কি আছে তাও বোঝা যাচ্ছে না । কিন্তু তাই বলে কি রাস্তাঘাট দোকানপাট হাজার হাট এগুলি কিছুই নেই শুধুই কুয়াশা আছে? সব আছে কুয়াশার চাদরের নিচে সব রয়েছে ঠিক তারই মত।
জীবনের খুব খারাপ সময়ের ভিতরে যখন যেতে থাকি তখনও ঠিক এরকমই মনে হয় চারপাশে কেউ নেই ।টাকা নেই ।লোক নেই। শরীর ভালো নেই। মন ভালো নেই। ভগবানেরও দেখা নেই। তখনই মনে প্রশ্ন জাগে আমিও কি নেই? আমি যখন আছি আমার ইচ্ছা শক্তি আছে। দুঃখতো একদিন সরেই যাবে কিন্তু দুঃখের স্রোতে ভেসে যদি আমি দিশেহারা হই তাহলে গন্তব্যে পৌঁছাব কি করে! #positivity #morning #story
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: