সোনালি মুরগির রোস্ট / দুরুজ (দোর্স) | রোস্ট মসলা ছাড়া দারুণ টেস্টি | Birthday Special
Автор: Mom's Kitchen
Загружено: 2025-12-25
Просмотров: 102
আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি
সোনালি মুরগি দিয়ে মুরগির রোস্ট / দুরুজ (দোর্স) রেসিপি।
অনেক জায়গায় এই রান্নাটাকে
👉 রোস্ট বলা হয়
👉 আবার অনেক এলাকায় একে দুরুজ / দোরোস / দোর্স বলা হয়।
নাম যাই বলুন না কেন,
রান্নাটা কিন্তু একই 😊
আর আজকের বিশেষ বিষয় হলো—
এই রোস্ট / দুরুজ আমি রোস্ট মসলা ছাড়াই বানিয়েছি।
বিশ্বাস করুন, খেয়ে একদমই বোঝা যায় না
এটা রোস্ট মসলা ছাড়া বানানো।
স্বাদে ছিল এক কথায়—মজাদার ও ইয়ামি 😋
এই রেসিপিটা বানানো হয়েছে
আমার হাজবেন্ডের বার্থডে স্পেশাল হিসেবে।
এই দিনে আরও ছিল—
গরুর গোশত ভুনা,
চিংড়ির দোপেয়াজো,
গাজরের হালুয়া,
সাদা পোলাও।
সব রেসিপি ধীরে ধীরে আমার চ্যানেলে আসবে ইনশাআল্লাহ।
👉 তাই কমেন্টে নাম নিয়ে কনফিউশন করবেন না—
রোস্ট বলুন বা দুরুজ বলুন,
স্বাদটাই আসল ❤️
ভিডিও ভালো লাগলে লাইক দিন,
কমেন্ট করে মতামত জানান,
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
ধন্যবাদ সবাইকে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: