Sandakphu Phalut trek | সান্দাকফু ট্রেক | পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ | Gurdum To Tumling | Tonglu
Автор: Traveler Bhai
Загружено: 2025-11-21
Просмотров: 277
Facebook - / 1fqnk4vdmt
Instagram - / traveler_bhai
YouTube - / @traveler_bhai
বন্ধুরা বেশ কিছুদিন পর আবারও আমার পছন্দের একটা ট্রেক এবং কিছু জায়গা যেখানে আমি বন্ধু-বান্ধব নিয়ে গেছিলাম তারই অভিজ্ঞতা শেয়ার করেছি ভিডিওতে।
আগের ভিডিওতে সরাইঘাট এক্সপ্রেস করে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি এবং ওখান থেকে গুরদুম গ্রামে গিয়ে পৌঁছাই তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম দেখে নিতে পারেন তাহলে এই ভিডিও বুঝতে সুবিধা হবে।
এই ভিডিওতে রয়েছে আমরা প্রথম দিন কিভাবে ট্রেক করে এই গুরদুম গ্রাম থেকে Tumling পৌঁছেছি এবং দ্বিতীয় দিন Tumling থেকে সকাল সকাল Tonglu গিয়ে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা।
Tonglu আমার অন্যতম এক পছন্দের জায়গা। আপনারা যারা ট্রেক করে আসতে পারবেন না, তারা মানেভঞ্জন থেকে শেয়ার কার নিয়ে এই জায়গাগুলো ঘুরে যেতে পারেন। সূর্যোদয় দেখার প্রকৃত জায়গা, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপার দৃশ্য চোখ মন প্রাণ সব জুড়িয়ে দেবে। কথা দিতে পারি ভালো লাগবেই। ধন্যবাদ।
Saraighat Express Video : • 12345 Saraighat Express | Kolkata to NJP T...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: