২০০০ টাকা নিয়ে ঢাকা এসেছি, এখন আমার ৪০০ স্টাফ | iFix Fast | CEO Ariyan | People's Story
Автор: People's Story
Загружено: 2022-04-12
Просмотров: 109618
২ হাজার টাকা নিয়ে ঢাকা এসেছি, এখন আমার আইফিক্সে ৪০০ স্টাফ | IFix Fast | CEO Ariyan
দামী মোবাইলের নষ্ট হয়ে গিয়েছে? মাত্র কিছু টাকার জন্য মোবাইলটি ব্যবহার করতে পারছেননা স্বচ্ছন্দে? IFixFast দিচ্ছে সকল সমস্যার সমাধান। নিজের গল্প বলতে গিয়ে প্রতিষ্ঠানটির সিইও আরিয়ান বলেন, আমি যখন ঢাকায় আসি আমার কেউ ছিল না। মাত্র ২ হাজার টাকা নিয়ে ঢাকা এসেছিলাম। আর এখন আমার আইফিক্সে ৪০০ স্টাফ। লাখ লাখ কাস্টমার।
একসময় অন্য কারো দোকানে আমাকে কাজ করতে হতো। আজ আমি একটি ব্র্যান্ড হয়ে উঠেছি। আমার বিশ্বাস ছিল আমার কিছু একটা হবে। কারন এখানে আমার নেশা ছিল, দক্ষতা ছিল এবং সততা ছিল। এখন আমার মালিক আমার দোকানে ভাল বেতনে কাজ করে। এটাই আমার সাফল্য। বাংলাদেশের যে কোন মোবাইলের যে কোন সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে আসতে পারেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: