𝙨𝙤𝙧𝙧𝙮 𝙙𝙞𝙥𝙖𝙣𝙣𝙞𝙩𝙖 [ 𝙗𝙚𝙣𝙜𝙖𝙡𝙞 𝙨𝙡𝙤𝙬𝙚𝙙 + 𝙧𝙚𝙫𝙚𝙧𝙗 ] 𝙭𝙝𝙤𝙬𝙙𝙝𝙪𝙧𝙮
Автор: 𝐱𝐡𝐨𝐰𝐝𝐡𝐮𝐫𝐲
Загружено: 2022-03-13
Просмотров: 166111
#bengalislowedreverb #lofi #xhowdhury #slowandreverb #hindislowedreverb #reverb #hindislowed #supportme #tiktok #subscribe #slowed_reverb #lofiremix #bestslowed
Lyrics :
সময় যখন মরুর ঝড়ে
এ মন হারায় কেমন করে
আমি তখন যোজন দূরে
একাকী, সঙ্গী মৌনতা
আকাশ যখন আঁধার ভীষণ
এক ফোঁটা জল চেয়েছে মন
অবহেলায়, অপমানে
পেয়েছে রিক্ত শূন্যতা
সমান্তরাল পথের বাঁকে
তোমার পথের দিশা থাকে
সে দিশা খোঁজে তোমাকে
দীপান্বিতা
গাছের সবুজ পাতার ফাঁকে
তোমার ছোঁয়া মিশে থাকে
সে ছোঁয়া খোঁজে তোমাকে
দীপান্বিতা
তুমি নীল আকাশ আপন করেছো
হঠাৎ কোন কালে, কে জানে!
স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছো
কোন সে জাদুতে, কে জানে!
আমি ছিলাম তোমার পাশে
তোমার আকাশ ভালবেসে
সে বিশালে খুঁজেছি একটুকু ঠাঁই
তাও মেলেনি তা
হঠাৎ যখন ছুটির খেলা
মেঘে মেঘে অনেক বেলা
তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে
খুঁজছো যে বৃথা
অশান্ত মন, বোঝাই কাকে?
হারিয়ে চাইছি তোমাকে
হাতছানি দিয়ে যে ডাকে
স্মৃতির পাতা
নদীর শেষে, আকাশ নীলে
স্বপ্নগুলো মেলে দিলে
তারা বলে সবাই মিলে
"দীপান্বিতা"
শোনো না, রূপসী, তুমি যে শ্রেয়সী
কি ভীষণ উদাসী, প্রেয়সী
না, না, না, না, না, না
জীবনের গলিতে, এ গানের কলিতে
চাইছি বলিতে, "ভালোবাসি"
চোখের জলেরই আড়ালে
খেলা শুধুই দেখিয়েছিলে
যন্ত্রণারই আগুন নীলে
পুড়েছি যে, বোঝনি তা
অভিমানে চুপটি করে
এসেছি তাই দূরে সরে
বোঝাতে চেয়েও পারিনি
তাই বোঝাতে লুকোনো কথা
ইট-পাথরের শহরে
গাড়ি-বাড়ির এ বহরে
খুঁজছে এ মন ভীষণ করে
দীপান্বিতা
জীবন যখন থমকে দাড়ায়
স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়
তৃষ্ণা বুকে বৃষ্টি হারায়
দীপান্বিতা
কল্পনারই আকাশ জুড়ে
নানা রঙে লোকের ভীড়ে
দু'চোখ বুজেও স্বপ্ননীড়ে
দীপান্বিতা
তুমি আমার চোখের ভাষা
তুমি আমার সুখের নেশা
তুমি আমার ভালোবাসা
দীপান্বিতা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: