বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ-বিদেশের সংবাদমাধ্যমে কী ছাপানো হয়েছিল? Assassination of Sheikh Mujib-06
Автор: Lusai Pahar (লুসাই পাহাড়)
Загружено: 2023-08-21
Просмотров: 4699
১৯ আগস্ট আনন্দবাজার পত্রিকায় শিরোনাম করা হয় “বঙ্গবন্ধুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকাহত”। তৎকালীন ভারত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক শোক প্রকাশ গুরুত্ব পায় এ সংবাদে। বঙ্গবন্ধুর স্মরণে একটি স্মৃতিসভার আয়োজন করার ব্যাপারেও সংবাদটিতে জানানো হয়, যেখানে বক্তব্য রেখেছিলেন কংগ্রেস ও কমিউনিস্ট পার্টির নেতারা। সেখানে কমিউনিস্ট নেতা ইন্দ্রজিত গুপ্ত বলেছিলেন, “মার্কিন সাম্রাজ্যবাদ ও সিআইএ-র মদদ নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।”
এরই মধ্যে যুগান্তর পত্রিকাও তাদের এক উত্তর সম্পাদকীয়তে মুজিব হত্যার জন্য সরাসরি দায়ী করে বসে সিআইএ-কে। এতে ভয়ানক চটে যায় আমেরিকা, এবং এক মার্কিন প্রতিনিধি নিজে গিয়ে উপস্থিত হন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের কাছে। দাবি জানানো হয় যে যুগান্তরকে প্রথম পাতায় ক্ষমা প্রার্থনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কোনোমতে ওই পরিস্থিতি সামলেছিলেন সিদ্ধার্থশঙ্কর, কিন্তু এরপর থেকেই বাংলাদেশ বিষয়ক সংবাদ প্রকাশে আরো সাবধান হয়ে যেতে হয় কলকাতার সংবাদমাধ্যমগুলোকে। কোনো সংবাদ ছাপার আগে রাইটার্স বিল্ডিং থেকে অনুমোদন নিয়ে আসতে হতো। তাই পরবর্তী সময়ে কলকাতার সংবাদমাধ্যমও আর বাংলাদেশ ইস্যুতে স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে পারেনি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: