কুয়েত থেকে পোল্যান্ড যাবার সিস্টেম ||System from Kuwait to Poland
Автор: Majumder Shaiful
Загружено: 2022-04-21
Просмотров: 17627
##Kuwait_To_Poland #Qatar_To_Poland #Dubai_to_Malta
#Poland যাবার সবচাইতে সহজ রুট হল মিডেলইস্ট। সময়ের পরিক্রমায় #পোল্যান্ড ও বাংলাদেশীদেরকে ভিসা দেয়ার হার কমিয়ে দিয়েছে। তার অন্যতম কারন হল #Poland থেকে #Move করার কারনে।১/২ বছর থেকে #move করলে অবশ্য তাদের কোন কমপ্লিন থাকেনা।এবং এখন যারা বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে আবেদন করছেন। তারা সবাই ভিসা পেত।দিন শেষে নানান অজুহাতে সবাই পালায়। আপনি যান।তবে ১/২ বছর থেকে তারপর চলে যান।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য থেকে সেসকল আবেদনকারি #ভিসা #Reject হয়েছেন তাদের সকলেই প্রায় একই সেকশনে #Reject হয়েছেন।অর্থাৎ তারা #Poland থেকে পালাবেন বলে #visa অফিসার সন্দেহাতিত ভাবে মনে করেছেন,তাই ভিসা প্রত্যাখ্যাত করেছেন।
আপনারা যান সময় নিয়ে একদেশ থেকে অন্য দেশে। সমস্যা নাই। গিয়েই পালাবেন না। তাতে দেশের ভাব মূর্তি ক্ষুণ্ণ হয়।এবং একটা সময় আপনি নিজেই হাজারো চেষ্টা করেও আপনার ভাই,ভাতিজা কিংবা ভাগিনা কাউকেই আনতে পারবেননা।বাধাগ্রস্ত হবেন।
#কুয়েত থেকে #পোল্যান্ড যেতে যে ডকুমেন্টস লাগবে
১। পাসপোর্ট- অবশ্যই ১২ মাস বা তার বেশি যেন মেয়াদ থাকে।
২। আকামা বা রেসিডেনট কার্ড
৩। পুলিশ ক্লিয়ারেন্স- #কুয়েত থেকে
৪। সদ্য তোলা রঙ্গিন ছবি।
আমাদের সাথে সরাসরি কানেকটিং থাকতে যুক্ত হতে পারেন ফেইজবুক গ্রুপে
/ 1158647824473497
মুঠোফোন
+8801712841787
+8801712211623
IMO, whatApp, Viber, BOTIM, telegram
#অফিস
রোড# ০৫, বাড়ী#-৫৭/এফ, চতুর্থ তলা, বনানী ডিওএইচএস, ঢাকা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: