ভর্তি চলছে- অ্যাসেড আবাসিক এন্ড ক্যাডেট একাডেমি- Super- 01924466297 - amintv
Автор: AminTV
Загружено: 2022-12-09
Просмотров: 37702
ভর্তি চলছে-ভর্তি চলছে- অ্যাসেড আবাসিক এন্ড ক্যাডেট একাডেমি- Super- Anware Hossen: 01924466297
প্রতিষ্ঠাতা অধ্যক্ষের কথা: মোঃ নূরুজ্জামান তালুকদার।
জাতীয় উন্নয়নের পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার সার্বিক উন্নয়ন ব্যতীত জাতীয় উন্নয়ন সম্ভব নয়। দেশ ও জাতি গঠনে চাই আলোকিত মানুষ। প্রকৃত জ্ঞানী ব্যক্তিরাই সমাজ তথা রাষ্ট্রের উন্নয়ন করে আপামর মানব সমাজের মাঝে মঙ্গল বয়ে আনতে পারে। যথার্থ শিক্ষা প্রদান করা হলে প্রতিটি শিশু হয়ে উঠবে আগামী দিনের যোগ্য নাগরিক। এ লক্ষ্যকে সামনে রেখে ২০০২ শিক্ষাবর্ষ থেকে অ্যাসেড-এর স্কুল কার্যক্রম শুরু হলেও অভিভাবকবৃন্দের দীর্ঘ আবেদনের প্রেক্ষিতে ২০১৩ সাল থেকে আমরা আবাসিক কার্যক্রম শুরু করি। শিক্ষার উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকে অ্যাসেড আবাসিক এন্ড ক্যাডেট একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অ্যাসেড আবাসিক এন্ড ক্যাডেট একাডেমির কার্যক্রমে নিয়োজিত আছেন একদল দক্ষ, উদ্যমী, পরিশ্রমী শিক্ষক ও কর্মচারী। যাদের মেধায়, মননে ও সকল কাজের মূলে সব সময় থাকে তাদের শিক্ষার্থীদের উন্নয়ন ভাবনা। তাদের আন্তরিক প্রচেষ্টায় এরই মধ্যে অ্যাসেড আবাসিক এন্ড ক্যাডেট একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে, ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আবাসিক সুপারের কথা: মোঃ আনোয়ার হোসেন।
জাতির একটি অংশকে সৎ আদর্শবান ও মানবিক গুণাবলী সম্পন্ন করে গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে রেখে ২০১৩ সাল থেকে অ্যাসেড আবাসিক এন্ড ক্যাডেট একাডেমির যাত্রা। যাত্রাকাল থেকেই ক্রম উন্নতির মাধ্যমে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। সাফল্যের ধারাবাহিকতায় ২০২২ সালে দশম বছরে আমাদের পদার্পন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একজন শিক্ষার্থীকে যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের রয়েছে নানা কর্মসূচী। এখানে প্রাতিষ্ঠানিক সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, শারীরিক শিক্ষা ও নিয়মিত কো- কারিকুলাম এ্যাকটিভিটিজ (গান, কবিতা আবৃতি, অভিনয়, বিতর্ক, খেলাধুলা, বইপড়া) এর প্রতি বিশেষ জোর দেওয়া হয়। এ ছাড়া পিছিয়ে পড়া ও অমনোযোগী শিক্ষার্থীদের নিয়মিত কোউন্সিলিং করে পাঠে মনোযোগী ও দায়িত্ব সচেতন করে গড়ে তোলা হয়। এসকল নানা কর্মসূচির মাধ্যমে একজন শিক্ষার্থী বিজ্ঞান নির্ভর, উদার ও সাংস্কৃতি সচেতন হয়ে ওঠে। নিয়মিত খেলাধুলা, সাধারণ জ্ঞান চর্চা ও সৃজনশীল বই পাঠের মাধ্যমে শিক্ষার্থী আলোকিত মানুষ হয়ে গড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা। আমাদের শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকবৃন্দের সার্বিক সহযোগিতা পেলে আমরা আরো সচেতনভাবে দায়িত্ব পালনে সক্ষম হবো ইনশাআল্লাহ্।
বিদ্যালয়ের নামঃ অ্যাসেড আবাসিক এন্ড ক্যাডেট একাডেমি
ঠিকানাঃ শিমুলতলা, সাভার, ঢাকা-১৩৪০ (ইবনে সিনা এর উত্তর পার্শ্বে, ঢাকা-আরিচা মহাসড়কের পশ্বিম পার্শ্বে)
Super - Anware Hossen: 01924466297
Co-ordinator: 01401177904
Admin Officer: 01717-871741
Manager: 01989410708
Email: [email protected]
বেতন ও ফি সমূহ (আবাসিক)
ষষ্ট থেকে সপ্তম শ্রেণি👇
➡️ভর্তি ফি = ৪০০০/-
➡️সেশন চার্জ = ৬০০০/-
➡️মাসিক বেতন = ৯০০০/-
➡️আইসিটি ও অনলাইন চার্জ (মাসিক) = ১০০/-
➡️সার্ভিস চার্জ (বার্ষিক) (চাদর, তোষক, বালিশের কভার বাবদ) = ৬০০ টাকা (পুরাতনদের জন্য), ১০০০ টাকা নতুনদের জন্য।
অষ্টম থেকে দশম শ্রেণি👇
➡️ভর্তি ফি = ৪০০০/-
➡️সেশন চার্জ = ৬০০০/-
➡️মাসিক বেতন = ৯৫০০/-
➡️আইসিটি ও অনলাইন চার্জ (মাসিক) = ১০০/-
➡️সার্ভিস চার্জ (বার্ষিক) (চাদর, তোষক, বালিশের কভার বাবদ) = ৬০০ টাকা (পুরাতনদের জন্য), ১০০০ টাকা নতুনদের জন্য।
✅ল্যাব চার্জ (এককালীন, দশম শ্রেণির জন্য প্রযোজ্য):বিজ্ঞান শাখা ৬০০ টাকা, ব্যাবসায় শিক্ষা শাখা ৩০০ টাকা।
আবাসিক-এর বৈশিষ্ট্য :
• দক্ষ ও অভিজ্ঞ পরিচালনা পরিষদ ।
• সার্বক্ষণিক জেনারেটর ও লিফ্ট-এর সু-ব্যবস্থা।
• আধুনিক আই.সি.টি ল্যাব, সায়েন্স ল্যাব, ও সমৃদ্ধ লাইব্রেরি
• সু-বিশাল অডিটোরিয়াম।
• ইনডোর ও আউটডোর গেমস্-এর ব্যবস্থা।
• সু-বিশাল ডাইনিং হল ও স্বাস্থ্যসম্মত খাবার ।
• প্রতি রুমে ৩/৪ জন শিক্ষার্থীর স্বতন্ত্র আবাসন ব্যবস্থা।
• নিয়মিত নামাজ ও কোরআন শিক্ষার সু-ব্যবস্থা।
• সকল কার্যক্রম সি-সি ক্যামেরার আওতাভুক্ত ।
আবাসিক-এর সুবিধাসমূহ :
• প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা খাট ও টেবিলের ব্যবস্থা।
• সার্বিক নিয়ম শৃঙ্খলা ও নিরাপত্তার নিশ্চয়তা।
• নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার সু-ব্যবস্থা। • সুষম খাবার ও নিয়মিত স্বাস্থ্য চেক-আপের ব্যবস্থা।
নিয়মিত সাধারণ জ্ঞান চর্চা ও পরিমিত চিত্তবিনোদন / রিফ্রেশমেন্টের (বিচি ইনডোর গেমস্) ব্যবস্থা।
০ সূর্যোদয়ের করে শয্যা ত্যাগ করে ফ্রেশ হয়ে স্ব স্ব ধর্মীয় প্রার্থনা সম্পন্ন ও শরীরচর্চা করে ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ ।
O সকাল ৭.৩০ হতে ১.২৫ পর্যন্ত স্কুলিং প্রোগ্রাম। ১.২৫ হতে ৩.০০ পর্যন্ত দুপুরের খাবার ও বিশ্রাম গ্রহণ।
৩.০০ হতে ৫.০০ পর্যন্ত কোচিং। o বিকেলে মানসম্মত নাস্তা প্রদান ।
বাদ ফজর কোরআন ও নামাজ শিক্ষা। o মাগরিবের নামাজের পর হতে একটানা ১০.৩০ পর্যন্ত কোচিং।
বি: দ্র: ঋতুভেদে সময়সূচি পরিবর্তন হতে পারে।
====================================================
🚷 বিশেষ বার্তা:
আমাদের আমিন টিভির কাজ হচ্ছে আপনাদেরকে পাইকারি পণ্যের সন্ধান এবং ব্যবসার আইডিয়া দেওয়া । তাই ব্যবসা এবং কেনাকাটা সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন । ক্রেতা এবং বিক্রেতার মাঝে কোন প্রকার সমস্যা হলে আমাদের আমিন টিভি দায়ী নয়।
=====================================================
➡️ আপনার পণ্য বা প্রতিষ্ঠানের ভিডিও করে প্রচার করার জন্য যােগাযােগ করুন..
For Business Promotion & Sponsors.
Owner AminTV - 01979920025 - (No call only send sms)
📧 : [email protected]
/ amintv24
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: